মিডল্‌স্‌ব্রো ফুটবল ক্লাব

মিডলসব্রো ফুটবল ক্লাব (সাধারণভাবে বোরো নামে পরিচিত) একটি ইংরেজ ফুটবল ক্লাব যেটি মিডলসব্রোতে অবস্থিত। ক্লাবটি প্রিমিয়ার লীগ খেলে থাকে। ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ১৮৭৬ সালে। ১৯৯৫ সালের আগস্ট মাস থেকে তারা ৩৫,১০০ দর্শক ধারণক্ষমতার রিভারসাইড স্টেডিয়ামে খেলছে। ১৮৮৯ সালে তারা পেশাদার ফুটবল শুরু করার পর এটি তাদের তৃতীয় স্টেডিয়াম।[1] ১৯৯২ সালে প্রিমিয়ার লীগ প্রতিষ্ঠিত হবার সময় তারা এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল।[2] ক্লাবটির প্রধান প্রতিপক্ষ হচ্ছে নিউকাসল ইউনাইটেড ও সান্ডারল্যান্ড[3]

মিডলসব্রো ফুটবল ক্লাব
পূর্ণ নামমিডলসব্রো ফুটবল ক্লাব
ডাকনামবোরো, টিসাইডার্স
প্রতিষ্ঠিত১৮৭৬
মাঠরিভারসাইড স্টেডিয়াম
মিডলসব্রো
England
ধারণক্ষমতা৩৫,১০০[1]
চেয়ারম্যান স্টিভ গিবসন
২০০৬-০৭প্রিমিয়ার লীগ, ১২তম

প্রিমিয়ার লীগে ক্লাবটির এযাবৎ সবচেয়ে ভালো ফলাফল হচ্ছে ১৯১৩-১৪ মৌসুমে তৃতীয় হওয়া। ক্লাবটি কেবল দুটি মৌসুম ফুটবল লীগের শীর্ষ দুইটি বিভাগের বাইরে খেলেছে।[4] ১৯৮৬ সালে অর্থনৈতিকে কারনে ক্লাবটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে তৎকালীন বোর্ড সদস্য ও বর্তমানের চেয়ারম্যান স্টিভ গিবসনের গঠিত কনসোর্টিয়ামের কল্যাণে ক্লাবটি বেঁচে যায়।[2] ২০০৪ সালে মিডলসব্রো লীগ কাপ জয় করে, যা ক্লাবটির একমাত্র প্রধান শিরোপা।[5]

ক্লাবের প্রথাগত জার্সি হচ্ছে লাল পোশাক ও সাথে সাদা রঙের মিশ্রণ। ক্লাবের ইতিহাসে বিভিন্ন ক্রেস্ট তৈরি হয়েছে, যার মধ্যে সাম্প্রতিকতম সময়ের ক্রেস্ট তৈরি হয়েছে ২০০৭ সালের মে মাসে।[6] ক্লাবের প্রাতিষ্ঠানিক প্রতীক হচ্ছে গর্জনরত সিংহ।

অর্জন

ঘরোয়া শিরোপা

  • ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ:

বিজয়ী (৪ বার): ১৯২৬–২৭, ১৯২৮–২৯, ১৯৭৩–৭৪, ১৯৯৪–৯৫

  • নর্দার্ন লিগ:

বিজয়ী (৩ বার): ১৮৯৩–৯৪, ১৮৯৪–৯৫, ১৮৯৫–৯৬

বিজয়ী (১ বার): ২০০৩–০৪

  • এফএ অ্যামেচার কাপ:

বিজয়ী (২ বার): ১৮৯৫, ১৮৯৮

আন্তর্জাতিক শিরোপা

  • অ্যাংলো-স্কটিশ কাপ:

বিজয়ী (১ বার): ১৯৭৬

  • কিরিন কাপ:

বিজয়ী (১ বার): ১৯৮০

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
সংবাদের সাইট
ফ্যান সাইট

তথ্যসূত্র

  1. "The Riverside Stadium"mfc.co.uk। ১১ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "মিডলসব্রো, প্রিমিয়ার লীগের অফিসিয়াল সাইট"। Premier League। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-৩১
  3. "Club rivalries uncovered" (PDF)। footballfancensus। ২০১৩-০৩-২৮ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৩
  4. Glasper, HarryMiddlesbrough A Complete Record 1876–1989। Breedon Books Sport। আইএসবিএন 0-907969-53-4।
  5. "Cup history"। mfc1986.co.uk। ২০০৮-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-০৭
  6. "New Badge Reflects Boro's Long Heritage"। mfc.co.uk। 2007-05-12। ২০০৭-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2007-05-21 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.