মার্থা গেলহর্ন

মার্থা এলিস গেলহর্ন (ইংরেজি: Martha Ellis Gellhorn; ৮ নভেম্বর ১৯০৮ - ১৫ ফেব্রুয়ারি ১৯৯৮)[1] ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনি লেখিকা এবং সাংবাদিক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা যুদ্ধ প্রতিবেদক হিসেবে বিবেচনা করা হয়।[2] তিনি তার ৬০ বছরের কর্মজীবনে ঘটা বিশ্বের প্রত্যেক প্রধান দ্বন্দ্বের প্রতিবেদন করেছেন। গেলহর্ন মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের তৃতীয় স্ত্রী, যিনি ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হেমিংওয়ের স্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে তিনি ৮৯ বছর বয়সে অসুস্থ ও প্রায় অন্ধ অবস্থায় আত্মহত্যা করেন। তার নামানুসারে সাংবাদিকতায় মার্থা গেলহর্ন পুরস্কার প্রবর্তন করা হয়।

মার্থা গেলহর্ন
Martha Gellhorn
১৯৪১ সালে মার্থা গেলহর্ন
জন্ম
মার্থা এলিস গেলহর্ন

(১৯০৮-১১-০৮)৮ নভেম্বর ১৯০৮
সেন্ট লুইস, মিজুরি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ১৯৯৮(1998-02-15) (বয়স ৮৯)
পেশালেখিকা, সাংবাদিক
কার্যকাল১৯৩৪-১৯৮৯
দাম্পত্য সঙ্গীআর্নেস্ট হেমিংওয়ে
(বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৪৫)

টি. এস. ম্যাথিউস
(বি. ১৯৫৪; বিচ্ছেদ. ১৯৬৩)

তথ্যসূত্র

  1. "Martha Ellis Gellhorn | American journalist and novelist"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯
  2. ব্রুক, স্টিভেন (১১ এপ্রিল ২০০৬)। "Iraqi journalist wins Martha Gellhorn prize"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.