দ্য ডেঞ্জারাস সামার

দ্য ডেঞ্জারাস সামার (ইংরেজি: The Dangerous Summer) হল মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে রচিত অকল্পিত সাহিত্য গ্রন্থ। বইটিতে ১৯৫৯ সালের গ্রীষ্মে ষাঁড়ের লড়াইবিদ লুইস মিগেল দোমিঙ্গুইন ও আন্তোনিও ওর্দোনেসের মধ্যে দ্বন্দ্বের বর্ণনা রয়েছে। এই বইটিকে হেমিংওয়ের শেষ বই বলে উল্লেখ করা হয়।[1]

দ্য ডেঞ্জারাস সামার
লেখকআর্নেস্ট হেমিংওয়ে
মূল শিরোনামThe Dangerous Summer
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
বিষয়ষাঁড়ের লড়াই
প্রকাশিতজুন ১৯৮৫
প্রকাশকচার্লস স্ক্রিবনার্স অ্যান্ড সন্স
মিডিয়া ধরনমুদ্রিত
পৃষ্ঠাসংখ্যা২২৮
আইএসবিএন0-684-18355-2

প্রকাশনার ইতিহাস

দ্য ডেঞ্জারাস সামার হল ১৯৫৯ সালের অক্টোবর থেকে ১৯৬০ সালের মে মাসের মধ্যে লাইফ ম্যাগাজিনের জন্য হেমিংওয়ের রচিত ৭০,০০০ শব্দের পাণ্ডুলিপির সম্পাদিত সংস্করণ। হেমিংওয়ে তার ঘনিষ্ঠ বন্ধু উইল ল্যাং জুনিয়রকে স্পেনে এসে লাইফ ম্যাগাজিনকে এই গল্পটি দেওয়ার জন্য ডেকে পাঠান। বইটি মূল পাণ্ডুলিপি থেকে সম্পাদনা করে হেমিংওয়ে মার্কিন প্রকাশক চার্লস স্ক্রিবনার্স সন্স[1] বইটির ৩০,০০০ শব্দের রচনা ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে লাইফ ম্যাগাজিনে তিনটি ধারাবাহিক কিস্তিতে প্রকাশিত হয়।[1]

তথ্যসূত্র

  1. হেমিংওয়ে, আর্নেস্ট (১৯৮৫)। The Dangerous Summer। পৃ. ix।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.