হেমিংওয়ে ফাউন্ডেশন/পেন পুরস্কার

পেন/হেমিংওয়ে পুরস্কার হল নবাগত মার্কিন লেখকদের পূর্ণ উপন্যাস বা ছোটগল্পের বইয়ের জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। পুরস্কারটির নামকরণ করা হয় মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের নামানুসারে এবং এর অর্থায়ন করে হেমিংওয়ে পরিবার ও আর্নেস্ট হেমিংওয়ে ফাউন্ডেশন/সোসাইটি। পেন আমেরিকা এটি পরিচালনা করে থাকে। পেনের সদস্য ম্যারি ওয়েলশ হেমিংওয়ে ১৯৭৬ সালে তার স্বামীর স্মৃতির সম্মানার্থে এবং নবাগত লেখকদের অবদানের জন্য এই পুরস্কার প্রবর্তন করেন।

তিনজন প্রখ্যাত কল্পকাহিনি লেখকের একটি দল বিজয়ী নির্বাচন করেন এবং বিজয়ী লেখক নগদ ২৫,০০০ মার্কিন ডলার পুরস্কার লাভ করেন।[1] বিজয়ীর পাশাপাশি দুজন ফাইনালিস্ট ও দুজন রানার-আপ ইউক্রস ফাউন্ডেশন থেকে ইউক্রস রেসিডেন্সি ফেলোশিপ লাভ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম্যাসাচুসেট্‌সের বোস্টনের জন এফ. কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী জেএফকে প্রেসিডেনশিয়াল লাইব্রেরির অংশ হিসেবে আয়োজন করা হয়।[2]

বিজয়ীদের তালিকা

বছর লেখক মনোনীত কর্ম
১৯৭৬লয়েড লিটলপার্থিয়ান শট
১৯৭৭রেনাটা অ্যাডলারস্পিডবোট
১৯৭৮ডার্সি ওব্রায়েনআ ওয়ে অব লাইফ, লাইক অ্যানি আদার
১৯৭৯রোবেন বের্কোভিচহাসেন
১৯৮০অ্যালান স্যাপারস্টেইনমম কিলস কিডস অ্যান্ড সেলফ
১৯৮১জোন সিলবারহাউজহোল্ড ওয়ার্ডস
১৯৮২ম্যারিলিন রবিনসনহাউজকিপিং
১৯৮৩ববি অ্যান ম্যাসনশিলোহ অ্যান্ড আদার স্টোরিজ
১৯৮৪জোন চেজডিউরিং দ্য রেইন অব দ্য কুইন অব পার্সিয়া
১৯৮৫জোসেফিন হামফ্রিজড্রিমস অব স্লিপ
১৯৮৬অ্যালান ভি. হেওয়াটলেডিস টাইম
১৯৮৭ম্যারি ওয়ার্ড ব্রাউনটাংজ অব ফ্লেম
১৯৮৮লরেন্স থর্নটনইমাজিনিং আর্জেন্টিনা
১৯৮৯জেন হ্যামিলটনদ্য বুক অব রুথ
১৯৯০মার্ক রিচার্ডদি আইস অ্যাট দ্য বটম অব দ্য ওয়ার্ল্ড
১৯৯১বার্নার্ড কুপারম্যাপস টু অ্যানিহোয়ার
১৯৯২লুইস বিগলিওয়ারটাইম লাইজ
১৯৯৩এডওয়ার্ড পি. জোন্সলস্ট ইন দ্য সিটি
১৯৯৪ড্যাগোবার্টো গিল্বদ্য ম্যাজিক অব ব্লাড
১৯৯৫সুজান পাওয়ারদ্য গ্রাস ড্যান্সার
১৯৯৬চ্যাং-রি লিন্যাটিভ স্পিকার
১৯৯৭হা জিনওশান অব ওয়ার্ডস
১৯৯৮শার্লট বেকনআ প্রাইভেট স্টেট
১৯৯৯রোজিনা লিপ্পিহোমস্টিড
২০০০ঝুম্পা লাহিড়ীইন্টারপ্রিটার অব ম্যালাডিজ
২০০১অখিল শর্মাঅ্যান অবিডিয়েন্ট ফাদার
২০০২জাস্টিন ক্রোনিনম্যারি অ্যান্ড ওনিল
২০০৩গ্যাব্রিয়েল ব্রাউনস্টেইনদ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন, অ্যাপ্ট. থ্রিডব্লিউ
২০০৪জেনিফার হাইমিসেস কিম্বল
২০০৫ক্রিস অ্যাবানিগ্রেসল্যান্ড
২০০৬ইয়ুন লিআ থাউজেন্ড ইয়ার্স অব গুড প্রেয়ার্স
২০০৭বেন ফাউন্টেনব্রিফ এনকাউন্টার্স উইথ চে গেভারা
২০০৮জশুয়া ফেরিসদেন উই কেম টু দি এন্ড
২০০৯মাইকেল ডালিআ জেন্টলম্যান্‌স গাইড টু গ্রেসফুল লিভিং
২০১০ব্রিজিট পাসুল্কাআ লং, লং টাইম এগো অ্যান্ড এসেনশিয়ালি ট্রু
২০১১ব্র্যান্ডো স্কাইহর্সদ্য ম্যাডোনাস অব ইকো পার্ক
২০১২টেজু কোলওপেন সিটি
২০১৩কেভিন পাওয়ার্সদ্য ইয়েলো বার্ডস
২০১৪নোভায়োলেট বুলাওয়ায়োউই নিড নিউ নেমস
২০১৫আর্না বন্টেম্পস হেমেনওয়েএলিজি অব কিন্ডারক্লাভিয়ার
২০১৬ওটেসা মসফেঘএইলিন
২০১৭ইয়া গিয়াসিহোমগোয়িং
২০১৮ওয়েইক ওয়াংকেমিস্ট্রি
২০১৯টমি অরেঞ্জদেয়ার দেয়ার

তথ্যসূত্র

  1. "PEN/Hemingway Award"পেন হেমিংওয়ে (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  2. "2012 Hemingway Foundation PEN Award Winner Announced"জেএফকে প্রেসিডেনশিয়াল লাইব্রেরি (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.