মেন উইদাউট উইমেন (ছোটগল্প সংকলন)

মেন উইদাউট উইমেন (ইংরেজি: Men Without Women) হল মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের দ্বিতীয় গল্প সংকলন। এতে ১৪টি গল্প রয়েছে, যার মধ্যে ১০টি পূর্বে বিভিন্ন সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ১৯২৭ সালের অক্টোবরে এটি প্রথম প্রকাশিত হয়, ২ ডলার দরে এর ৭৬০০টি কপি বিক্রি হয়েছিল।[1]

মেন উইদাউট উইমেন
লেখকআর্নেস্ট হেমিংওয়ে
মূল শিরোনামMen Without Women
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরনছোটগল্প
প্রকাশিত১৯২৭
প্রকাশকচার্লস স্ক্রিবনার্স সন্স
মিডিয়া ধরনমুদ্রিত
ওসিএলসি564429937

গল্পগুলোর মূল বিষয়বস্তু হল ষাঁড়ের লড়াই, পুরস্কারের জন্য লড়াই, ব্যভিচার, বিবাহবিচ্ছেদ ও মৃত্যু। এই সংকলনের "দ্য কিলার্স", "হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস", ও "ইন অ্যানাদার কান্ট্রি" গল্পগুলোকে হেমিংওয়ের সেরা কাজ বলে গণ্য করা হয়।[2]

গল্পসমূহ

এই সংকলনে নিম্নোক্ত গল্পগুলো রয়েছে:

মূল্যায়ন

মেন উইদাউট উইমেন বইটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়। কসমোপলিটান সাময়িকীর প্রধান সম্পাদক রে লং "ফিফটি গ্র্যান্ড" গল্পটির প্রশংসা করে লিখেন, "আমার হাতে আসা অন্যতম সেরা ছোটগল্প... আমার পড়া সেরা মুষ্টিযুদ্ধ বিষয়ক গল্প... বাস্তবতাবাদের একটি গুরুত্বপূর্ণ খণ্ড।"[3]

তথ্যসূত্র

  1. অলিভার ১৯৯৯, পৃ. ২১৮-২১৯।
  2. মেয়ার্স ১৯৮৫, পৃ. ১৯৫-১৯৬।
  3. লং, রে - সম্পাদক (১৯৩২)। "Why Editors Go Wrong: 'Fifty Grand' by Ernest Hemingway", 20 Best Stories in Ray Long's 20 Years as an Editor। নিউ ইয়র্ক: ক্রাউন পাবলিশার্স। পৃ. ২-৩।

গ্রন্থপঞ্জি

  • মেয়ার্স, জেফ্রি (১৯৮৫)। Hemingway: A Biography। লন্ডন: ম্যাকমিলানআইএসবিএন 0-333-42126-4।
  • অলিভার, চার্লস এম. (১৯৯৯)। Ernest Hemingway A to Z: The Essential Reference to the Life and Work। নিউ ইয়র্ক: চেকমার্ক। আইএসবিএন 0-8160-3467-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.