বৃহত্তর কলকাতার নগরাঞ্চলগুলির তালিকা
বৃহত্তর কলকাতা গঠিত হয়েছে কলকাতা পৌরসংস্থা এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলার অংশ বিশেষ নিয়ে। তবে নদিয়া জেলার কিয়দংশও বৃহত্তর কলকাতা উন্নয়ন পর্ষদের অধিভুক্ত।
বৃহত্তর কলকাতার পৌরসংস্থা ও পুরসভাগুলির তালিকা নিচে দেওয়া হল:
কলকাতা জেলা
হাওড়া জেলা
- হাওড়া পৌরসংস্থা
- বালি পুরসভা
- উলুবেড়িয়া পুরসভা
হুগলি জেলা
- চন্দননগর পৌরসংস্থা
- ভদ্রেশ্বর পুরসভা
- চাঁপদানি পুরসভা
- হুগলি-চুঁচুড়া পুরসভা
- বাঁশবেড়িয়া পুরসভা
- বৈদ্যবাটি পুরসভা
- শ্রীরামপুর পুরসভা
- রিষড়া পুরসভা
- কোন্নগর পুরসভা
- উত্তরপাড়া কোতরং পুরসভা
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
- মহেশতলা পুরসভা
- বজবজ পুরসভা
- পুজালি পুরসভা
- রাজপুর সোনারপুর পুরসভা
- বারুইপুর পুরসভা
- জয়নগর মজিলপুর পৌরসভা
উত্তর চব্বিশ পরগনা জেলা
- কাঁচড়াপাড়া পুরসভা
- হালিশহর পুরসভা
- নৈহাটি পুরসভা
- ভাটপাড়া পুরসভা
- গারুলিয়া পুরসভা
- উত্তর ব্যারাকপুর পুরসভা
- ব্যারাকপুর পুরসভা
- টিটাগড় পুরসভা
- খড়দহ পুরসভা
- পানিহাটি পুরসভা
- নিউ ব্যারাকপুর পুরসভা
- বারাসত পুরসভা
- মধ্যমগ্রাম পুরসভা
- উত্তর দমদম পুরসভা
- দমদম পুরসভা
- দক্ষিণ দমদম পুরসভা
- কামারহাটী পুরসভা
- বরানগর পুরসভা
- রাজারহাট গোপালপুর পুরসভা
- বিধাননগর পৌরসংস্থা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.