বমু বিলছড়ি ইউনিয়ন
বমু বিলছড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
বমু বিলছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() বমু বিলছড়ি | |
স্থানাঙ্ক: ২১°৪৭′১৩″ উত্তর ৯২°১১′৫৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল মতলব |
আয়তন | |
• মোট | ১১.৮৯ কিমি২ (৪.৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৩,৭৬০ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.২৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
বমু বিলছড়ি ইউনিয়নের আয়তন ২৯৩৭ একর (১১.৮৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বমু বিলছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ১৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৬,৫১০ জন এবং মহিলা ৭,২৫০ জন।[2]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার সর্ব-পূর্বে বমু বিলছড়ি ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। পশ্চিমে সামান্য অংশে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন, পশ্চিম ও উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন ও লামা সদর ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার লামা পৌরসভা অবস্থিত।[2]
নামকরণ
অনুসন্ধানে জানা যায়, ১৮৯০ সালে ব্রিটিশ শাসনামলে প্রাচীন উপজাতীয় রাজা বমাং মার্মা সপরিবারে এ এলাকায় বসবাসের মধ্য দিয়ে তার নামানুসারে বমু ও চতুর্পাশে সবুজ পাহাড় ঘেরা সমতল ভূমির বিল বিধায় বিলছড়ি নামকরণ করে এই এলাকাকে বমু বিলছড়ি উল্লেখ করেছিলেন।[3]
প্রশাসনিক কাঠামো
বমু বিলছড়ি ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[2]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | বিলছড়ি পশ্চিমপাড়া |
২নং ওয়ার্ড | বিলছড়ি মাইজপাড়া, বিলছড়ি মাটিয়াতলী পাহাড়, বিলছড়ি খ্রিস্টান মিশনপাড়া |
৩নং ওয়ার্ড | বিলছড়ি পূর্বপাড়া, বিলছড়ি বড়ুয়াপাড়া |
৪নং ওয়ার্ড | বমু নয়াপাড়া, বমু ভিলেজারপাড়া, মৌলভীপাড়া, বমু পানিস্যাবিল দক্ষিণপাড়া |
৫নং ওয়ার্ড | বমু পানিস্যাবিল উত্তরপাড়া, বমু হাফিজিয়াপাড়া, বমু হনুমানপাড়া |
৬নং ওয়ার্ড | বমুর কূল, বমু রিজার্ভপাড়া |
৭নং ওয়ার্ড | বমু পুকুরিয়াখোলা |
৮নং ওয়ার্ড | বমু ফাদুখোলা, বমু লম্বাছড়া, বমু কির্জ্জানুনা |
৯নং ওয়ার্ড | বমু নন্দীরবিল, বমু নন্দীরবিল মার্মা পাড়া |
শিক্ষা ব্যবস্থা
বমু বিলছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.২৭%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বমু বিলছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
ধর্মীয় উপাসনালয়
বমু বিলছড়ি ইউনিয়নে ১৫টি মসজিদ, ২টি বৌদ্ধ বিহার ও ১টি গির্জা রয়েছে। [2]
খাল ও নদী
বমু বিলছড়ি ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে ফারাঙ্গা খাল ও বমু খাল।[7]
হাট-বাজার
বমু বিলছড়ি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বমুর মুখ বাঁশ বাজার এবং নতুন বাজার।[2]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আব্দুল মতলব[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে বমু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd।
- "বমু বিলছড়ি ইউনিয়নের ইতিহাস - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=15%5B%5D
- "খাল ও নদী - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- "দর্শনীয়স্থান - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"। bamobilchariup.coxsbazar.gov.bd।