বাংলা একাডেমি ফেলোশিপ
বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের বাংলা একাডেমি ফেলোশিপ করে থাকে। এ পর্যন্ত যারা বাংলা একডেমি ফেলোশিপ পেয়েছেন তাঁরা হলেন:[1]
ফেলোশিপগণ
- মওলানা মোহাম্মদ আকরম খাঁ,
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্,
- কবি গোলাম মোস্তফা,
- কবি জসীমউদ্দীন,
- বেগম শামসুন নাহার মাহমুদ,
- শিল্পাচার্য জয়নুল আবেদীন,
- খান বাহাদুর আহ্ছানউল্লা,
- শেখ রেয়াজউদ্দীন আহমদ,
- শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন,
- নুরন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী,
- মোজাম্মেল হক,
- খোদাবক্স সাঁই,
- আরজ আলী মাতুব্বর,
- মজিবর রহমান বিশ্বাস,
- মাহবুবুল আলম চৌধুরী,
- মনীন্দ্র নাথ সমাজদার,
- লুৎফর রহমান খান,
- প্রফেসর কামালুদ্দীন আহমদ,
- [[শিল্পী সফিউদ্দীন আহমদ,
- শিল্পী কামরুল হাসান,
- [[বিচারপতি আবু সাঈদ চৌধুরী,
- আবদুল আহাদ,
- প্রফেসর আজিজুর রহমান মল্লিক,
- প্রফেসর শাহ ফজলুর রহমান,
- [[প্রফেসর আবদুর রাজ্জাক,
- প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহীম,
- প্রফেসর মুহম্মদ শামস-উল হক,
- প্রফেসর মোহাম্মদ নূরুল হক,
- দেওয়ান মোহাম্মদ আজরফ,
- আ.ফ.মু. আবদুল হক ফরিদী,
- মোহাম্মদ নাসিরউদ্দীন,
- ফিরোজা বেগম,
- কলিম শরাফী,
- প্রফেসর খান সারওয়ার মুরশিদ,
- আ.ন.ম. গাজীউল হক,
- প্রফেসর এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ,
- বারীণ মজুমদার,
- লুৎফর রহমান সরকার,
- আবদুল লতিফ,
- নূরজাহান বেগম,
- ওয়াহিদুল হক,
- প্রফেসর রেহমান সোবহান,
- [[শিল্পী কাইয়ুম চৌধুরী,
- মোহাম্মদ সাইদুর,
- আবদুল হালিম বয়াতী,
- আবদুল মতিন,
- অধ্যক্ষ তোফায়েল আহমদ,
- প্রফেসর বেগজাদী মাহমুদা নাসির,
- প্রফেসর জামাল নজরুল ইসলাম,
- মোহাম্মদ ফেরদাউস খান,
- প্রফেসর এমাজউদ্দীন আহমদ,
- ফেরদৌসী রহমান,
- প্রফেসর ডাঃ নূরুল ইসলাম,
- প্রফেসর ইকবাল মাহমুদ,
- রাহিজা খানম ঝুনু,
- প্রফেসর ড. এম শমশের আলী,
- প্রফেসর এম এইচ খান,
- ডা. এম কিউ কে তালুকদার,
- শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের,
- ড. উইলিয়ম রাদিচে,
- কাজী আজহার আলী,
- অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ্,
- অধ্যাপক ডা. টি. এ. চৌধুরী,
- অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী,
- প্রফেসর ড. এম ইন্নাস আলী,
- প্রফেসর ড. এ. এম. হারম্নন অর রশীদ,
- প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ,
- শিল্পী মু. আবুল হাশেম খান,
- শিল্পী সোহরাব হোসেন,
- প্রকৌশলী ড. নূরম্নদ্দীন আহমদ,
- প্রকৌশলী ড. মোঃ কামরম্নল ইসলাম,
- অধ্যাপক মুশার্রফ হোসেন,
- শিল্পী সুধীন দাশ,
- অধ্যাপক অজয় রায়,
- অধ্যাপক সিরাজুল ইসলাম,
- অধ্যাপক সোহ্রাবউদ্দিন আহ্মদ,
- প্রফেসর নজরম্নল ইসলাম,
- [[শিল্পী রফিকুন নবী,
- অধ্যাপক অমলেশ চন্দ্র মন্ডল,
- নূরম্নল ইসলাম কাব্যবিনোদ,
- আমানুল হক,
- শিল্পী ইমদাদ হোসেন,
- রওশন আরা বাচ্চু,
- এ বি এম মূসা,
- আতাউস সামাদ,
- আবুল মাল আবদুল মুহিত,
- ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম,
- প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান,
- অধ্যাপক এ. বি. এম. আবদুল লতিফ মিয়া,
- [[ড. আকবর আলী খান,
- ফেরদৌসী মজুমদার,
- বিবি রাসেল,
- মুহাম্মদ হাবিবুলস্নাহ পাঠান,
- মোঃ আবদুস সামাদ মন্ডল,
- প্রফেসর কাজুও আজুমা,
- ক্লিনটন বুথ সিলি,
- আতিকুল হক চৌধুরী,
- প্রফেসর এ.বি.এম. হোসেন,
- কামাল লোহানী,
- জামিল চৌধুরী,
- ড. এনামুল হক,
- প্রফেসর সাহানারা হোসেন,
- মুসত্মাফা জামান আববাসী,
- রশীদ তালুকদার,
- রামেন্দু মজুমদার,
- লায়লা হাসান,
- ফরিদা পারভীন।
এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনকে এই সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়।[2]
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.