শেখ রেয়াজউদ্দীন আহমদ
কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ (১৮৮২ - ১৯৭২)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সেবক। তিনি বাংলা একাডেমির একজন “সন্মানিত ফেলো” ছিলেন।[2]
কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ | |
---|---|
জন্ম | ১৮৮২ |
মৃত্যু | ১৯৭২ |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | সমাজ সেবা ও লেখক |
উল্লেখযোগ্য কর্ম | আরব জাতির ইতিহাস |
জন্ম ও পারিবারিক পরিচিতি
শেখ রেয়াজউদ্দীন আহমদ ১৮৮২ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে জন্মগ্রহণ করেন।[3]
শিক্ষাজীবন
কর্মজীবন
তিনি তুষভান্ডার এম-ই স্কুলে শিক্ষকতা করতেন।[3] পরবর্তীতে তিনি দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানেও শিক্ষকতা করেন।[3]
সাহিত্য-কর্ম
তার বিখ্যাত সাহিত্য-কর্ম হলো “আরব জাতির ইতিহাস”, যা মূলতঃ 'হিস্ট্রি অব সারাসিনস'-এর বঙ্গানুবাদ।[1]
পুরস্কার ও সম্মাননা
সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাকে “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করে।[2]
আরও দেখুন
- দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়;
- বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্তগণের তালিকা।
তথ্যসূত্র
- বদিউজ্জামান (জানুয়ারি ২০০৩)। "আহমদ, শেখ রেয়াজউদ্দীন"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭।
- "দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস"। শিক্ষক বাতায়ন। শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
- কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ - জাতীয় তথ্য বাতায়ন হতে সংকলিত নিবন্ধ।
- শেখ রেয়াজউদ্দীন আহমদ - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.