শেখ রেয়াজউদ্দীন আহমদ

কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ (১৮৮২ - ১৯৭২)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সেবক। তিনি বাংলা একাডেমির একজন “সন্মানিত ফেলো” ছিলেন।[2]

কাজী শেখ রেয়াজউদ্দীন আহমদ
জন্ম১৮৮২
মৃত্যু১৯৭২
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণসমাজ সেবা ও লেখক
উল্লেখযোগ্য কর্ম
আরব জাতির ইতিহাস

জন্ম ও পারিবারিক পরিচিতি

শেখ রেয়াজউদ্দীন আহমদ ১৮৮২ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে জন্মগ্রহণ করেন।[3]

শিক্ষাজীবন

কর্মজীবন

তিনি তুষভান্ডার এম-ই স্কুলে শিক্ষকতা করতেন।[3] পরবর্তীতে তিনি দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানেও শিক্ষকতা করেন।[3]

মৃত্যু

রেয়াজউদ্দীন ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন।[1]

সাহিত্য-কর্ম

তার বিখ্যাত সাহিত্য-কর্ম হলো “আরব জাতির ইতিহাস”, যা মূলতঃ 'হিস্ট্রি অব সারাসিনস'-এর বঙ্গানুবাদ।[1]

পুরস্কার ও সম্মাননা

সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাকে “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করে।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বদিউজ্জামান (জানুয়ারি ২০০৩)। "আহমদ, শেখ রেয়াজউদ্দীন"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  3. "দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস"। শিক্ষক বাতায়ন। শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.