শেখ হবিবর রহমান
শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন (১৮৯০ - ৭ মে ১৯৬২)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বাংলা একাডেমির একজন “সন্মানিত ফেলো” ছিলেন।[2]
শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন | |
---|---|
জন্ম | ১৮৯০ (মতান্তরেঃ ১৮৯১, বা, ১৮৯৪) |
মৃত্যু | ৭ মে ১৯৬২ |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | শিক্ষকতা ও সাহিত্যিক |
উল্লেখযোগ্য কর্ম | পারিজাত, কোহিনুর |
জন্ম ও পারিবারিক পরিচিতি
শেখ হবিবর রহমান ১৮৯০ সালে মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।[1][3] কোন কোন স্থানে তার জন্ম সাল ১৮৯১[4] এবং ১৮৯৪[1][3] হিসাবেও চিহ্নিত করা হয়েছে।
শিক্ষাজীবন
কর্মজীবন
তিনি শিক্ষক হিসাবে ১৯১৪ সালে যশোর জিলা স্কুলে কর্মজীবন শুরু করেন এবং পর্যায়ক্রমে ১৯৩০ সাল পর্যন্ত বারাসাত সরকারি উচ্চ বিদ্যালয়, হুগলি ব্রাঞ্চ স্কুল ও বারাকপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে খুলনায় মক্তব সাব-ইনস্পেক্টর হিসাবে ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন।[4] পরবর্তীকালে, তিনি ১৯৫১ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত খুলনা করোনেশন বালিকা বিদ্যালয়েও শিক্ষকতা করেন।[4]
সাহিত্য-কর্ম
হবিবর রহমান সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৪) এবং মাসিক বঙ্গনূর (১৯১৯) ও ঊষা পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।[4] তিনি কলকাতায় ‘‘পারিজাত সাহিত্য কুটির’’ প্রতিষ্ঠা করেন।[3] তার বিখ্যাত সাহিত্য-কর্মগুলো হলোঃ[3][4]
- পারিজাত (১৯১২),
- আবে হায়াত (১৯১৪),
- চেতনা (১৯১৫),
- পরীর কাহিনী (১৯১৬),
- হাসির গল্প (১৯১৭),
- নিয়ামত (১৯১৭),
- কোহিনূর (১৯১৯),
- মালাবারে ইসলাম প্রচার (১৯১৯),
- সুন্দর বনে ভ্রমণ কাহিনী (১৯২৭),
- আমার সাহিত্যজীবন (১৯২৭),
- মহাকবি শেখ সাদীর গুলিস্তাঁর বঙ্গানুবাদ (১৯৩৩),
- বুস্তার বঙ্গানুবাদ (১৯৩৪),
- ছোটদের গল্প (১৯৩৫),
- ভারত সম্রাট বাবর (১৯৩৬),
- মরণের পরে (১৯৫০) ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা
‘নদীয়া সাহিত্য সভা’ তাকে ‘‘সাহিত্যরত্ন’’ উপাধিতে ভূষিত করে।[4] সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাকে “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করে।[2]
তথ্যসূত্র
- "মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব: শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নঃ মাগুরা জেলা। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- "দেশবীক্ষণঃ মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। দৈনিক যায় যায় দিন অনলাইন। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- বদিউজ্জামান (জানুয়ারি ২০০৩)। "রহমান, শেখ হবিবর"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
বহিঃসংযোগ
- শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন - জাতীয় তথ্য বাতায়ন হতে সংকলিত নিবন্ধ।
- শেখ হবিবর রহমান - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।