শেখ হবিবর রহমান

শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন (১৮৯০ - ৭ মে ১৯৬২)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বাংলা একাডেমির একজন “সন্মানিত ফেলো” ছিলেন।[2]

শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন
জন্ম১৮৯০
(মতান্তরেঃ ১৮৯১, বা, ১৮৯৪)
মৃত্যু৭ মে ১৯৬২
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণশিক্ষকতা ও সাহিত্যিক
উল্লেখযোগ্য কর্ম
পারিজাত, কোহিনুর

জন্ম ও পারিবারিক পরিচিতি

শেখ হবিবর রহমান ১৮৯০ সালে মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।[1][3] কোন কোন স্থানে তার জন্ম সাল ১৮৯১[4] এবং ১৮৯৪[1][3] হিসাবেও চিহ্নিত করা হয়েছে।

শিক্ষাজীবন

কর্মজীবন

তিনি শিক্ষক হিসাবে ১৯১৪ সালে যশোর জিলা স্কুলে কর্মজীবন শুরু করেন এবং পর্যায়ক্রমে ১৯৩০ সাল পর্যন্ত বারাসাত সরকারি উচ্চ বিদ্যালয়, হুগলি ব্রাঞ্চ স্কুলবারাকপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে খুলনায় মক্তব সাব-ইনস্পেক্টর হিসাবে ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন।[4] পরবর্তীকালে, তিনি ১৯৫১ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত খুলনা করোনেশন বালিকা বিদ্যালয়েও শিক্ষকতা করেন।[4]

মৃত্যু

হবিবর রহমান ১৯৬২ সালের ৭ মে খুলনায় মৃত্যুবরণ করেন।[4]

সাহিত্য-কর্ম

হবিবর রহমান সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৪) এবং মাসিক বঙ্গনূর (১৯১৯) ও ঊষা পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।[4] তিনি কলকাতায় ‘‘পারিজাত সাহিত্য কুটির’’ প্রতিষ্ঠা করেন।[3] তার বিখ্যাত সাহিত্য-কর্মগুলো হলোঃ[3][4]

  • পারিজাত (১৯১২),
  • আবে হায়াত (১৯১৪),
  • চেতনা (১৯১৫),
  • পরীর কাহিনী (১৯১৬),
  • হাসির গল্প (১৯১৭),
  • নিয়ামত (১৯১৭),
  • কোহিনূর (১৯১৯),
  • মালাবারে ইসলাম প্রচার (১৯১৯),
  • সুন্দর বনে ভ্রমণ কাহিনী (১৯২৭),
  • আমার সাহিত্যজীবন (১৯২৭),
  • মহাকবি শেখ সাদীর গুলিস্তাঁর বঙ্গানুবাদ (১৯৩৩),
  • বুস্তার বঙ্গানুবাদ (১৯৩৪),
  • ছোটদের গল্প (১৯৩৫),
  • ভারত সম্রাট বাবর (১৯৩৬),
  • মরণের পরে (১৯৫০) ইত্যাদি।

পুরস্কার ও সম্মাননা

‘নদীয়া সাহিত্য সভা’ তাকে ‘‘সাহিত্যরত্ন’’ উপাধিতে ভূষিত করে।[4] সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাকে “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করে।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব: শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নঃ মাগুরা জেলামন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭
  2. "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭
  3. "দেশবীক্ষণঃ মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"দৈনিক যায় যায় দিন অনলাইন। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭
  4. বদিউজ্জামান (জানুয়ারি ২০০৩)। "রহমান, শেখ হবিবর"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.