স্নায়ুকোষ

স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। এই একটি মাত্র মানব মগজে রয়েছে ১,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। আর এগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে তেমনি শত শত কোটি স্নায়ুতন্তু দিয়ে।

স্নায়ুকোষ: স্নায়ুকোষ
স্নায়ুকোষ
নিউরোলেক্স আইডিsao1417703748
Diagram of a typical myelinated vertebrate motoneuron

প্রতিটি নিউরনে দুটি অংশ থাকে। যথা : ১. কোষদেহ ও ২. প্রলম্বিত অংশ।

তথ্যসূত্র

  1. একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা : জীববিজ্ঞান ২য় পত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ আগস্ট ২০১১ তারিখে,মোঃ আলাউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক,খলিলুর রহমান ডিগ্রি কলেজ,আমিশাপাড়া, নোয়াখালী, দৈনিক আমার দেশ। ঢাকা থেকে প্রকাশের তারিখ:৩০ সেপ্টেম্বর ২০১০খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

টেমপ্লেট:স্নায়ুকলা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.