দৈনিক সংবাদ (ভারত)

দৈনিক সংবাদ ভারতীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে প্রকাশিত বাংলা ভাষার একটি প্রভাতী দৈনিক পত্রিকা।[1] এটি রাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্রগুলির মধ্যে একটি। এই সংবাদপত্রটিকে উত্তরপূর্ব ভারতের ভালো মানের বাংলা ভাষার সংবাদপত্রগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়।[2]

দৈনিক সংবাদ
নিরপেক্ষ
ধরনপ্রভাতী দৈনিক
ফরম্যাটব্রডশিট
প্রকাশকপ্রদীপ দত্ত ভৌমিক
প্রতিষ্ঠাকাল১৯৬৬ খ্রিস্টাব্দ
ভাষাবাংলা
সদরদপ্তরআগরতলা, ত্রিপুরা
ফ্রি অনলাইন আর্কাইভ?www.dainiksambad.net

বৈশিষ্ট্য

'দৈনিক সংবাদ' ত্রিপুরায় সবচেয়ে বেশি জনপ্রিয় দৈনিক সংবাদপত্র, কারণ এই পত্রিকায় জনগণের মতামত প্রতিফলিত হয়। 'জনমত' এবং 'সবিনয় নিবেদন' স্তম্ভে প্রত্যেক দিনই পাঠকের কোনো-না-কোনো অভিব্যক্তি গুরুত্ব সহকারে পরিবেশিত হয়ে থাকে। তাই নিত্যদিন সকালে রাজ্যের সব দিকেই এর খোঁজ করে সকল স্তরের মানুষজন। প্রত্যেক দিন কমপক্ষে ১২ পৃষ্ঠার রঙিন সংবাদপত্র বিভিন্ন ধরনের ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ, পর্যালোচনা, বিশিষ্টজনের মতামতসহ নানা প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়। সপ্তাহের সাত দিনেই অতিরিক্ত পৃষ্ঠা সমেত একই দাম, ৫ টাকায় পাওয়া পাঠকের কাছে উপরি পাওনা। এভাবেই 'দৈনিক সংবাদ' অর্ধ শতক পার করে ৫২তম বছরে পড়ল।

তথ্যসূত্র

  1. টেকওয়ানি, শ্যাম (২০০৮)। Media & Conflict Reporting in Asia (ইংরেজি ভাষায়)। AMIC। পৃষ্ঠা ৮৪–৮৫। আইএসবিএন 978-981-4136-05-1।
  2. শর্মা, বেটোয়া (৩০ মে ২০১৮)। "Cobrapost Founder: We Are A Banana Republic, And The Aftermath Of Operation 136 Made The Mainstream Media Look Even Worse" (ইংরেজি ভাষায়)। হাফিংটন পোস্ট ভারত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.