দৈনিক দবঙ্গ দুনিয়া
দবঙ্গ দুনিয়া (হিন্দি: दैनिक दबंग दुनिया) ভারতের একটি দৈনিককাগজ। ২০১২ সালের ১২ নভেম্বর তারিখে দবঙ্গ দুনিয়ার প্রতিষ্ঠা হয় এবং এই কাগজের খবরের গুণে তা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। যা ভারতের চারটি রাজ্যে দশটি জায়গা থেকে প্রকাশিত হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এই পত্রিকার মোট ১০ টি সংস্করণ মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ প্রতিলিপি ছাপানো হয়।
![]() | |
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | দবঙ্গ পাবলিকেশন প্রাইভেট লিমিটেড |
প্রধান সম্পাদক | কিশোর বাধবানী |
প্রতিষ্ঠাকাল | নভেম্বর ১২, ২০১২ |
রাজনৈতিক মতাদর্শ | নিরপেক্ষ [1] |
ভাষা | হিন্দি ভাষা |
সদরদপ্তর | নরিমন পইন্ট মুম্বাই, ভারত |
তথ্যসূত্র
- "World Newspapers and Magazines"। Worldpress.org। সংগ্রহের তারিখ ২০০৬-১২-৩০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.