দাশগুপ্ত
দাশগুপ্ত (উচ্চারণ [ˈd̪aʃɡupt̪o]) বঙ্গ বা বাংলার একটি সাধারণ হিন্দু বাঙালি পদবী অথবা উপাধী।যা কেবলমাত্র বাঙালি বইদ্য বা বৈদ্য জাতির মধ্যেই পাওয়া যায়।
বৈদ্যরা সাধারণত ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি বিশেষ অংশ বলে ধারণা করা হয়,[1] কিন্তু এঁদের মধ্যে কিছু এমন জাতি বা উপজাতি হয় যা অম্বষ্ঠ শ্রেনীর ব্রাহ্মন[2]। বাংলার প্রাক-ঔপনিবেশিক যুগে ব্রাহ্মণদের সাথেই বৈদ্যদেরকেও বাংলার হিন্দুধর্মের সর্বোচ্চ জাতির সম্মান দেওয়া হতো। অনেকে পদবীতে শুধুমাত্র "দাশ" ও ব্যবহার করে থাকেন।
ভৌগলিক বন্টনঃ
২০১৪ র সমীক্ষা অনুযায়ী দাশগুপ্ত পদবী ধারকদের মধ্যে ৬২.২% ভারত এর এবং ২৮.৯% বাংলাদেশ এর বাসিন্দা। এঁদের উপস্থিতি নিম্নোক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় গড়ের চেয়ে বেশি দেখা যায়:[3]
- 1 পশ্চিমবঙ্গ (1: 2,387)
- 2. ত্রিপুরা (1: 6,243)
- 3. অরুণাচল প্রদেশ (1: 15,711)
- 4. দিল্লী (1: 16,187)
- 5. দমন ও দিউ (1: 18,685)
- 6. আসাম (1: 21,393)
বিশিষ্ট ব্যাক্তিত্ত্ব
- জীবনানন্দ দাশ স্বনামধন্য বাঙালি কবি
- অসীম দাশগুপ্ত (ইনি ডাঃ অসীম দাশগুপ্ত নামেও পরিচিত), প্রাক্তন অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
- অমলেন্দু দাশগুপ্ত, সাংবাদিক
- অমলেন্দু দাশগুপ্ত, বিপ্লবী
- অন্নপূর্ণা দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- আশা দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- ঊমা দাশগুপ্ত, অভিনেত্রী
- ইন্দ্রানী দাশগুপ্ত, ভারতীয় সুপারমডেল
- পার্থ দাশগুপ্ত, অর্থনীতিবিদ
- চিদানন্দ দাশগুপ্ত (জন্ম ১৯২১), চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক এবং ইতিহাসবিদ
- বলাই দাশগুপ্ত, বিপ্লবী
- বনলতা দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- বুদ্ধদেব দাশগুপ্ত (জন্ম ১৯৩৩), একটি ভারতীয় শাস্ত্রীয় ঔপন্যাসিক যিনি সারদ বাজাতেন
- বুদ্ধদেব দাশগুপ্ত (জন্ম ১৯৪৪) ভারতীয় চলচ্চিত্র নির্মাতা
- সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক
- স্বপন দাশগুপ্ত, ভারতীয় সাংবাদিক
- সুশীলা দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- বিপ্লব দাশগুপ্ত, মার্কসবাদী অর্থনীতিবিদ
- বাসুদেব দাশগুপ্ত, গল্পকার ও ঔপন্যাসিক
- বাসন্তী দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- দীপ দাশগুপ্ত, ক্রিকেটার
- রানা দাশগুপ্ত, ব্রিটিশ-ভারতীয় লেখক
- স্স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, গায়ক
- রণেশ দাশগুপ্ত, বিপ্লবী
- রেণুকা দাশগুপ্ত, গায়ক
- গুরুদাস দাশগুপ্ত (জন্ম ১৯৩৬), সিনিয়র ট্রেড ইউনিয়ন নেতা, ভারতীয় কমিউনিস্ট পার্টি, এবং সাংসদ সদস্য
- রোমা দাশগুপ্ত (বিবাহের পূর্বে সুচিত্রা সেন), ভারতীয় অভিনেত্রী
- ইন্দ্রদীপ দাশগুপ্ত, সঙ্গীত সুরকার
- খগেন্দ্রনাথ দাশগুপ্ত, স্বাধীনতা কর্মী
- বিজন দাশগুপ্ত, শিল্প পরিচালক
- চিত্তরঞ্জন দাশ (দাশগুপ্ত)
- বিমল দাশগুপ্ত, বিপ্লবী
- বীরসা দাশগুপ্ত, চলচ্চিত্র পরিচালক
- বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, বিপ্লবী
- শমিক দাশগুপ্ত, কমিক বই লেখক
- জহর দাশগুপ্ত, চিত্রশিল্পী
- অলোকরঞ্জন দাশগুপ্ত, বাংলা কবি
- কমলা দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- কুর্চি দাশগুপ্ত, চিত্রশিল্পী ও লেখক
- বাসুদেব দাশগুপ্ত, বাঙালি ঔপন্যাসিক ও ছোটো গল্প লেখক
- কঙ্কর শুভ্র দাশগুপ্ত, বিজ্ঞানী ও একাডেমিক
- প্রবাল দাশগুপ্ত, ভাষাবিদ
- ডাঃ মৃণালকান্তি দাশগুপ্ত, অধ্যাপক
- তনুশ্রী সাহা-দাশগুপ্ত, ভারতীয় পদার্থবিদ
- শশিভূষণ দাশগুপ্ত, বাংলা দার্শনিক
- হেমচন্দ্র দাশগুপ্ত, ভূতত্ত্ববিদ
- সোমনাথ দাশগুপ্ত, একাডেমিক এবং ভূতত্ত্ববিদ
- পুনম দাসগুপ্ত, অভিনেত্রী
- সুধীন দাশগুপ্ত, বাঙালি সঙ্গীত পরিচালক
- আলোক দাশগুপ্ত, সিতার বাদক
- আমিয় কুমার দাশগুপ্ত, ভারতীয় অর্থনীতিবিদ
- সুধীরচন্দ্র দাশগুপ্ত, রাজনীতিবিদ
- যশ দাশগুপ্ত, অভিনেতা এবং মডেল
- শমিতা দাস দাসগুপ্ত, সামাজিক কর্মী
- জিশু দাশগুপ্ত, বাংলা অভিনেতা
- চন্দন দাশগুপ্ত, ভারতীয় তাত্ত্বিক পদার্থবিদ
- সায়ন্তনী দাশগুপ্ত, ভারতীয়-আমেরিকান চিকিত্সক
- বেনু দাশগুপ্ত, ক্রিকেটার
- প্রকার দাশগুপ্ত, ইউরোলজিস্ট
- প্রবোধ দাশগুপ্ত, বিপ্লবী
- প্রবোধ দাশগুপ্ত, ফটোগ্রাফার
- সুধাংশু দাশগুপ্ত, সিপিআই (এম) রাজনীতিবিদ
- পূর্ণেন্দু দাশগুপ্ত, ভারতীয়-আমেরিকান একাডেমিক
- নীলঞ্জনা দাশগুপ্ত, সামাজিক মনোবিজ্ঞানী
- রাহুল দাশগুপ্ত, বাঙ্গালী পরিচালক
- রেণুকা দাশগুপ্ত, গায়ক
- রবীন্দ্র কুমার দাশগুপ্ত, পণ্ডিত
- মহানন্দ দাশগুপ্ত, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী
- মহিমচন্দ্র দাশগুপ্ত, বিপ্লবী
- মাখন দাশগুপ্ত, বিপ্লবী
- লাবণ্য দাশগুপ্ত, অগ্নিযুগের নারী বিপ্লবী
- অমূল্যকুমার দাশগুপ্ত, শিক্ষাবিদ
- ফনিভূষন দাশগুপ্ত, সাংবাদিক এবং বিপ্লবী
- মঞ্জুষ দাশগুপ্ত, কবি
- নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, বিপ্লবী
- চিত্তভূষণ দাশগুপ্ত, রাজনীতিবিদ ও বিপ্লবী
- অমিতাভ দাশগুপ্ত, কবি
- হিমাদ্রী কিশোর দাশগুপ্ত, লেখক
- রামানুজ দাশগুপ্ত, গায়ক, পরিচালক
- ঋভু দাশগুপ্ত, চিত্র পরিচালক
- রাজা দাশগুপ্ত, চিত্র পরিচালক
- চৈতালি দাশগুপ্ত, অভিনেত্রী
- নির্মলা মিশ্র (দাশগুপ্ত), গায়ক
- সুশীল দাশগুপ্ত, বিপ্লবী
- মিন্টু দাশগুপ্ত, গায়ক
- ডাঃ প্রণব দাশগুপ্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ
- ডাঃ অনুপম দাশগুপ্ত, নিউরোলোজিস্ট
- বীণা দাশগুপ্ত, যাত্রা সম্রাজ্ঞী
- ডাঃ সত্রাজিত দাশগুপ্ত, মনোরোগ বিশেষজ্ঞ
- ডাঃ রাম দাশগুপ্ত, মনোরোগ বিশেষজ্ঞ
- অসীন দাশগুপ্ত, গ্রন্থাগারিক
- চিত্তরঞ্জন দাশগুপ্ত, লেখক,
- শৈলেন দাশগুপ্ত, রাজনেতা
- শরত দাশগুপ্ত, পর্বতারোহী
- প্রমোদ দাশগুপ্ত, রাজনেতা
- ডাঃ দিলীপ দাশগুপ্ত, ভাইস চ্যান্সেলর
- তপন দাশগুপ্ত, কৃষি বিপনন মন্ত্রী
- ডাঃ মৃণালকান্তি দাশগুপ্ত, অধ্যাপক
- রবীন্দ্রকুমার দাশগুপ্ত, অধ্যাপক
- প্রীতিলতা ওয়াদ্দেদার (দাশগুপ্ত)
- বানী দাশগুপ্ত, রাজনেতা
- প্রভাত দাশগুপ্ত, সম্পাদক, কালান্তর পত্রিকা
- প্রতিমা দাশগুপ্তা, নৃত্যশিল্পী
- দেবদাস দাশগুপ্ত, লেখক
- মেখলা দাশগুপ্ত,সংগীতশিল্পী
- চিত্তরঞ্জন দাশ, আইনজীবী এবং রাজনীতিবিদ
- পুলীনবিহারী দাশ, বিপ্লবী
- দুর্গামোহন দাশ, সমাজ সংস্কারক
তথ্যসুত্রঃ
- Bose, Nirmal Kumar (১৯৯৪)। Structure of Hindu Society। Orient BlackSwan। পৃষ্ঠা 163। আইএসবিএন 978-8-12500-855-2।
- Leslie, Charles M. (১৯৭৬)। Asian Medical Systems: A Comparative Study। University of California Press। পৃষ্ঠা 37। আইএসবিএন 978-0-52003-511-9।
- Dasgupta Surname Distribution
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.