আশা দাশগুপ্ত

আশা দাশগুপ্ত ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।[1]

আশা দাশগুপ্ত
জন্ম
আন্দোলনভারতের স্বাধীনতা আন্দোলন

জন্ম ও পরিবার

আশা দাশগুপ্ত কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার ছিলেন সাব-জজ। তার দিদির নাম মাখন দাশগুপ্ত[2]

রাজনৈতিক জীবন

তিনি ঢাকার এক বিপ্লবী দলের সভ্য ছিলেন। তার এক আত্নীয় পুলিশ ছিল। সেই আত্নীয়ের বাড়ি থেকে দুই বোন পিস্তল চুরি করে তাদের নেতার কাছে দেন। কিন্তু তারা গ্রেপ্তার হন নি।[2]

তথ্যসূত্র

  1. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (২০০৪)। জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম,ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গণ। পৃষ্ঠা ২২০। আইএসবিএন 984-8457-00-3।
  2. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩৭। আইএসবিএন 978-81-85459-82-0।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.