লাবণ্য দাশগুপ্ত
লাবণ্য দাশগুপ্ত ( ১৯০৩- ২১ ফেব্রুয়ারি, ১৯৮৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন একজন ব্যক্তিত্ব, বিপ্লবী নেত্রী এবং অগ্নিকন্যা।
লাবণ্য দাশগুপ্ত | |
---|---|
জন্ম | ১৯০৩ |
মৃত্যু | ২১ ফেব্রুয়ারি, ১৯৮৪ |
জাতীয়তা | বাঙালি |
পরিচিতির কারণ | ভারতের স্বাধীনতা আন্দোলন |
পরিবার
তিনি ১৯০৩ সালে বরিশাল জেলার পটুয়াখালিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্তকুমার মজুমদার ও মাতার নাম শরৎকামিনী দেবী। তাদের পরিবার বদান্যতার জন্য জনপ্রিয় ছিল।[1]
রাজনৈতিক জীবন
অল্প বয়সেই তিনি লীলা নাগের 'শ্রীসংঘ' নামক বিপ্লবী দলে যোগদান করেন। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৩৪ সালে দিনাজপুর এ গ্রেপ্তার হন। ১৯৪২ সালে আন্দলনেরর সময় আবার গ্রেপ্তার হন। ১৯৪৫ সালে মুক্তি পান।[1]
মৃত্যু
১৯৮৪ সালে ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান।
তথ্যসূত্র
- কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৬৫-১৬৭। আইএসবিএন 978-81-85459-82-0।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.