তঞ্চঙ্গ্যা ভাষা

তঞ্চঙ্গ্যা ভাষা হচ্ছে ইন্দো-আর্য পরিবারভূক্ত একটি ভাষা। বাংলাদেশের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী তঞ্চঙ্গ্যা ভাষায় কথা বলে। বাংলার সাথে তঞ্চঙ্গ্যা ভাষার মিল রয়েছে।

তঞ্চঙ্গ্যা
দেশোদ্ভববাংলাদেশ
অঞ্চলপার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, রাখাইন রাজ্য
জাতিতত্ত্বতঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী
মাতৃভাষী
(1991 census অনুযায়ী 22,000)[1]
ইন্দো-ইউরোপীয়
  • ইন্দো ইরানীয়
    • ইন্দো-আর্য
      • পূর্ব ইন্দো আর্য
        • বাংলা-অসমিয়া ভাষা
          • তঞ্চঙ্গ্যা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩tnv
গ্লোটোলগtang1330[2]

উৎপত্তি

মঙ্গোলীয় বংশোদ্ভূত তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী ভারতীয় আর্য ভাষার অন্তর্গত পালি, প্রাকৃত এবং আদি বাংলা ভাষার মিশ্র এক ভাষায় কথা বলে। একে তঞ্চঙ্গ্যা ভাষা বলে। এই ভাষার সাথে বর্তমান বাংলার মিল প্রত্যক্ষ করা যায়। বাংলাদেশে ৫১৭৭৩ [3] জন তঞ্চঙ্গ্যা জাতির লোক বাস করে।

ভাষা অঞ্চল

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এর রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রইস্যাবিল এলাকায়, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ অঞ্চলে বসবাসরত তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী ও মিজোরাম, ত্রিপুরা ও রাখাইন রাজ্যের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে। মায়ানমারে তঞ্চঙ্গ্যারা দৈনাক নামে পরিচিত।

তথ্যসূত্র

  1. এথ্‌নোলগে তঞ্চঙ্গ্যা (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Tangchangya"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  3. Prothom Alo 3rd Feb, 2012 Newspaper
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.