ইওর পসিবল পাস্টস্

"ইওর পসিবল পাস্টস্" ("ইওর ইমপসিবল পাস্টস্" বেতারে প্রচারিত একক হিসবে) পিংক ফ্লয়েডের ১৯৮৩ সালের দ্য ফাইনাল কাট অ্যালবামের একটি গান।[1][2] গানটি ব্যান্ডের ইকোস: দ্য বেস্ট অব পিংক ফ্লয়েড অ্যালবামের জন্য বিবেচিত গানের মধ্যে একটি।[3]

"ইওর পসিবল পাস্টস্"
"সিলেকশন্স ফ্রম দ্য ফাইনাল কাট" প্রচারের একক ("ইওর ইমপসিবল পাস্টস্") থেকে
দ্য ফাইনাল কাট অ্যালবাম থেকে
পিংক ফ্লয়েড কর্তৃক সঙ্গীত
প্রকাশিতপিংক ফ্লয়েড মিউজিক পাবলিশার্স লিমিটেড
মুক্তিপ্রাপ্ত২১ মার্চ ১৯৮৩ (ইউকে)
২ এপ্রিল ১৯৮৩ (ইউএস)
রেকর্ডকৃতজুলাই–ডিসেম্বর ১৯৮২
ধারাপ্রগ্রেসিভ রক, হার্ড রক
লেবেলহার্ভেস্ট রেকর্ডস ( ইউকে)
ক্যাপিটল রেকর্ডস (ইউএস)
গান লেখকরজার ওয়াটার্স
প্রযোজকরজার ওয়াটার্স, জেমস গুথ্রিমাইকেল কামেন

কর্মীবৃন্দ

সঙ্গে:

  • মাইকেল কামেন – ইলেক্ট্রিক পিয়ানো এবং অর্কেস্ট্রারচনা
  • অ্যান্ডি বৌনহ্যামন্ড অরগান
  • রে কুপার – পারকাশন

তথ্যসূত্র

  1. Strong, Martin C. (২০০৪)। The Great Rock Discography (7th সংস্করণ)। Edinburgh: Canongate Books। পৃষ্ঠা 1177। আইএসবিএন 1-84195-551-5।
  2. Mabbett, Andy (১৯৯৫)। The Complete Guide to the Music of Pink Floyd। London: Omnibus Pressআইএসবিএন 0-7119-4301-X।
  3. Guthrie, James"James Guthrie: Audio: Building A Compilation Album"। Pink Floyd। ২ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.