আরদা তুরান

আরদা তুরান (জন্মঃ ৩০ জানুয়ারি ১৯৮৭) একজন তুরস্কের ফুটবলার যিনি তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির এর হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি পেশাদার জীবন শুরু করেন ২০০৪ সালে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই এর হয়ে। সেখানে তিনি ২০১১ পর্যন্ত কাটান। মাঝে ২০০৬ সালে তিন খেলেন মানিসাসপোর এর হয়ে ধারে। ২০১১ সালে তিনি আতলেতিকো মাদ্রিদ এ যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত খেলেন। ২০১৫ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন।

আরদা তুরান
তুরস্কের এর হয়ে ২০১৬ সালে আরদা তুরান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আরদা তুরান
জন্ম (1987-01-30) ৩০ জানুয়ারি ১৯৮৭
জন্ম স্থান ফাতিহ, তুরস্ক
উচ্চতা ১.৭৭ মি (৫ ফু ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৯–২০০০ আলতিনতেপ্সি মাকেলসপোর
২০০০–২০০৫ গ্যালাতাসারাই
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৪–২০১১ গ্যালাতাসারাই ১৩০ (২৯)
২০০৬ → মানিসাসপোর (ধারে) ১৫ (২)
২০১১–২০১৫ আতলেতিকো মাদ্রিদ ১২৭ (১৩)
২০১৫–২০২০ বার্সেলোনা ৩৬ (৫)
২০১৮–২০২০ → ইস্তাম্বুল বাসাকসেহির (ধারে) ১১ (২)
জাতীয় দল
২০০২ তুরস্ক অনূর্ধ্ব-১৬ ১০ (২)
২০০৩–২০০৪ তুরস্ক অনূর্ধ্ব-১৭ ৩০ (৩)
২০০৩–২০০৫ তুরস্ক অনূর্ধ্ব-১৮ ১১ (২)
২০০৪–২০০৬ তুরস্ক অনূর্ধ্ব-১৯ ১৭ (৬)
২০০৫ তুরস্ক অনূর্ধ্ব-২০ (০)
২০০৬ তুরস্ক অনূর্ধ্ব-২১ (০)
২০০৬– তুরস্ক ১০০ (১৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২০ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আরদা তুরান তুরস্ক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। ১৬ অগাস্ট ২০০৬, তুরস্ক জাতীয় দল এর হয়ে তার অভিষেক হয় লুক্সেমবার্গ এর বিপক্ষে। বর্তমানে তিনি তুরস্ক জাতীয় দল এর অধিনায়ক এর দ্বায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.