আজিজনগর ইউনিয়ন

আজিজনগর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

আজিজনগর
ইউনিয়ন
৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদ
আজিজনগর
বাংলাদেশে আজিজনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৪′৪৫″ উত্তর ৯২°৫′৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলালামা উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ জসিম উদ্দিন
আয়তন
  মোট৯৫.৮৩ কিমি (৩৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট১০,৫৭৪
  জনঘনত্ব১১০/কিমি (২৯০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৬.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৪১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

আজিজনগর ইউনিয়নের আয়তন ২৩,৬৮০ একর (৯৫.৮৩ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আজিজনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৫৭৪ জন। এর মধ্যে পুরুষ ৫,৪২০ জন এবং মহিলা ৫,১৫৪ জন। মোট পরিবার ২,৩৬৮টি।[2]

অবস্থান ও সীমানা

লামা উপজেলার উত্তর-পশ্চিমাংশে আজিজনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে সরই ইউনিয়নফাইতং ইউনিয়ন; দক্ষিণে ফাইতং ইউনিয়ন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নকৈয়ারবিল ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নহারবাং ইউনিয়ন এবং উত্তরে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

আজিজনগর ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ইসলামপুর
  • চাম্বি
  • পূর্ব চাম্বি
  • আজিজনগর

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আজিজনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪%।[2] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি দাখিল মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ[3][4]
  • চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ
মাদ্রাসা[3]
  • তামিরে মিল্লাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • ইসলামপুর বি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাম্বি (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চাম্বি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সিপাহী আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

আজিজনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-হারবাং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।

হাট-বাজার

আজিজনগর ইউনিয়নের প্রধান হাট-বাজার হল আজিজনগর বাজার।[5]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ জসিম উদ্দিন[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "লামা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  3. "Schools/Colleges in LAMA - Bangladesh School, College Directory"edu.review.net.bd
  4. "লামার চাম্বি উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত"bbarta24.net
  5. "হাটবাজার - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd
  6. "বান্দরবানে ২৪ ইউপি চেয়ারম্যানের শপথ"। ১৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.