নয়াপাড়া ইউনিয়ন
নয়াপাড়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন।
নয়াপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() নয়াপাড়া | |
স্থানাঙ্ক: ২১°৩৬′১২″ উত্তর ৯২°১৯′১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | আলীকদম উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ফোগ্য মার্মা |
আয়তন | |
• মোট | ৩০.৯২ কিমি২ (১১.৯৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৪) | |
• মোট | ১০,০০০ |
• জনঘনত্ব | ৩২০/কিমি২ (৮৪০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৫০ ![]() |
আয়তন
নয়াপাড়া ইউনিয়নের আয়তন ৭৬৪০ একর (৩০.৯২ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
প্রতিষ্ঠাকালীন সময়ের তথ্যানুযায়ী নয়াপাড়া ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ১০ হাজার।
অবস্থান ও সীমানা
আলীকদম উপজেলার পশ্চিম-মধ্যাংশে নয়াপাড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চৈক্ষ্যং ইউনিয়ন, পূর্বে আলীকদম সদর ইউনিয়ন, দক্ষিণে কুরুকপাতা ইউনিয়ন এবং পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন ও বাইশারী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
২০১৪ সালের ২৪ জুলাই ২নং চৈক্ষ্যং ইউনিয়নকে বিভক্ত করে ৩নং নয়াপাড়া ইউনিয়ন গঠন করা হয়।[1]
প্রশাসনিক কাঠামো
নয়াপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আলীকদম থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের সীমানাসমূহ হল:[1]
ওয়ার্ড নং | সীমানা |
---|---|
১নং ওয়ার্ড |
|
২নং ওয়ার্ড |
|
৩নং ওয়ার্ড |
|
৪নং ওয়ার্ড |
|
৫নং ওয়ার্ড |
|
৬নং ওয়ার্ড |
|
৭নং ওয়ার্ড |
|
৮নং ওয়ার্ড |
|
৯নং ওয়ার্ড |
|
শিক্ষা ব্যবস্থা
নয়াপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৫%। এ ইউনিয়নে ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়
- কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গয়ামঝিরি পঞ্চবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাবুনিয়া শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাবু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মংচিং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
নয়াপাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল আলীকদম-নয়াপাড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
নয়াপাড়া ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে তৈন খাল।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: ফোগ্য মার্মা[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- "আলীকদমে নয়াপাড়া ও কুরুকপাতা নামে আরো দু'টি ইউনিয়নের সৃষ্টি"। ১৪ আগস্ট ২০১৪।
- "আলীকদমে এডিপির প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ"। samakal.com।