আলীকদম সদর ইউনিয়ন

আলীকদম সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন

আলীকদম সদর
ইউনিয়ন
১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ
আলীকদম সদর
বাংলাদেশে আলীকদম সদর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪০′১৭″ উত্তর ৯২°২২′৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলাআলীকদম উপজেলা
সরকার
  চেয়ারম্যানজামাল উদ্দীন
আয়তন
  মোট৭৫৬.২৮ কিমি (২৯২.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৮,৪৯৫
  জনঘনত্ব৩৮/কিমি (৯৮/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩০.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

আলীকদম সদর ইউনিয়নের আয়তন ১,৮৬,৮৮০ একর (৭৫৬.২৮ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলীকদম সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ১৫,০৩৫ জন এবং মহিলা ১৩,৪৬০ জন। মোট পরিবার ৫,৩৯১টি।[1]

অবস্থান ও সীমানা

আলীকদম উপজেলার পূর্ব-মধ্যাংশে আলীকদম সদর ইউনিয়নের অবস্থান। আলীকদম উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে চৈক্ষ্যং ইউনিয়ন, পশ্চিমে নয়াপাড়া ইউনিয়ন, দক্ষিণে কুরুকপাতা ইউনিয়ন এবং পশ্চিমে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নতিন্দু ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

আলীকদম সদর ইউনিয়ন আলীকদম উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আলীকদম থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের সীমানাসমূহ হল:[2]

ওয়ার্ড নং সীমানা
১নং ওয়ার্ড
  • উত্তরে - চৈক্ষ্যং ব্রীজ ও ফাঁসিয়াখালী সড়ক
  • দক্ষিণে - আলীকদম উপজেলা সড়ক ও মাতামুহুরী নদী
  • পূর্বে - আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক
  • পশ্চিমে - মাতামুহুরী নদী
২নং ওয়ার্ড
  • উত্তরে - আলীকদম উপজেলা সড়ক ও মাতামুহুরী নদী
  • দক্ষিণে - মাতামুহুরী নদী
  • পূর্বে - আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক
  • পশ্চিমে - মাতামুহুরী নদী
৩নং ওয়ার্ড
  • উত্তরে - আলীকদম-থানচি সড়ক
  • দক্ষিণে - মাতামুহুরী নদী ও তৈন খাল
  • পূর্বে - তৈন খাল ও গুইসাপঝিরি
  • পশ্চিমে - আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক
৪নং ওয়ার্ড
  • উত্তরে - চৈক্ষ্যং খাল
  • দক্ষিণে - আলীকদম-থানচি সড়ক
  • পূর্বে - পানবাজার-কলারঝিরি সড়ক
  • পশ্চিমে - আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক
৫নং ওয়ার্ড
  • উত্তরে - কলারঝিরি খাল
  • দক্ষিণে - আলীকদম-থানচি সড়ক
  • পূর্বে - আমতলী গুইসাপঝিরি খাল
  • পশ্চিমে - আলীকদম-কলারঝিরি সড়ক
৬নং ওয়ার্ড
  • উত্তরে - মাংগুঝিরি ও চৈক্ষ্যং খাল
  • দক্ষিণে - কলারঝিরি ও পাথরঝিরি
  • পূর্বে - থানচি
  • পশ্চিমে - চৈক্ষ্যং খাল
৭নং ওয়ার্ড
  • উত্তরে - গুইসাপঝিরি
  • দক্ষিণে - তৈনখাল
  • পূর্বে - ফুটেরঝিরি
  • পশ্চিমে - গুইসাপঝিরি
৮নং ওয়ার্ড
  • উত্তরে - থানচি সড়ক
  • দক্ষিণে - ডুলুরঝিরি উত্তর পাড়া
  • পূর্বে - দোছড়ি ছড়া
  • পশ্চিমে - ফুটেরঝিরি ও থানচি সড়ক
৯নং ওয়ার্ড
  • উত্তরে - বাতছোয়া পাড়া
  • দক্ষিণে - মাতামুহুরী নদী
  • পূর্বে - রাতমনি পাড়া ও রংরং পাহাড়
  • পশ্চিমে - তৈনখালের আগা

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলীকদম সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৫%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়[4]
  • আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়
  • আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা[4]
  • আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[4]
  • আলীকদম আবাসিক স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলীকদম বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চন্দ্রমোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিওনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাবের মিয়া পাড়া আবদুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডর মেনরাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দয়ালচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নজির মেম্বার পাড়া সিদ্দিক আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পারাও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেজর জামান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেনক্য মেনকক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাকলিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

আলীকদম সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল বান্দরবান-থানচি-আলীকদম সড়ক এবং বান্দরবান-লামা-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।

খাল ও নদী

আলীকদম সদর ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে তৈন খাল, চৈক্ষ্যং খাল এবং কলারঝিরি খাল।[5]

হাট-বাজার

আলীকদম সদর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল আলীকদম বাজার, পান বাজার, পোয়ামুহুরী বাজার এবং দোছড়ি বাজার।[6]

দর্শনীয় স্থান

আলীকদম সদর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জামাল উদ্দীন[7]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.