সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতে ফুটবল নিয়ন্ত্রকারী সংস্থা।[1] এটি ভারত জাতীয় ফুটবল দল, ভারত জাতীয় মহিলা ফুটবল দল, স্টেট ফুটবল সংস্থা সমূহ ও আই-লিগ সহ ক্লাব প্রতিযোগিতা সমূহ নিয়ন্ত্রণ করে থাকে।
এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ২৩ জুন ১৯৩৭ |
ফিফা কর্তৃক অনুমোদন | ১৯৪৮ |
এএফসি অনুমোদন | ১৯৫৪ |
সাফ অন্তর্ভুক্তি | ১৯৯৭ |
সভাপতি | প্রফুল পাতিল |
ওয়েবসাইট | www |
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতার পর ১৯৪৮ সালে ফিফার সদস্য পদ লাভ করে। বর্তমানে এর প্রধান কার্যালয় ভারতে নতুন দিল্লীতে। এআইএফএফ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন এর প্রতিষ্ঠাতা সদস্য।
প্রতিষ্ঠা
১৯৩৭ - ১৯৯৫
১৯৯৬ - বর্তমান
১৯৯৬ সালে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল লিগ নামে প্রথম কোন জাতীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ২০০৭ সালে জাতীয় ফুটবল লীগকে পেশাদার ফুটবল লীগ হিসাবে প্রতিষ্ঠিত করে এবং পরিবর্তন করে আই-লিগ নামকরণ করে।
স্থানীয় সংগঠন সমূহ
ভারতের রাজ্য সমূহে বর্তমানে ৩৩টি রাজ্য সংগঠন রয়েছে।
- মনিপুর ফুটবল এসোসিয়েশন
- আন্দামান ও নিকোরাব ফুটবল এসোসিয়েশন
- অন্ধপ্রদেশ ফুটবল এসোসিয়েশন
- অরুণাচল প্রদেশ ফুটবল এসোসিয়েশন
- আসাম ফুটবল এসোসিয়েশন
- ভারতীয় ফুটবল এসোসিয়েশন, পশ্চিমবঙ্গ
- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন
- উত্তর প্রদেশ ফুটবল এসোসিয়েশন
- উত্তরখন্ড রাষ্ট্রীয় ফুটবল এসোসিয়েশন
- পশ্চিম ভারত ফুটবল এসোসিয়েশন, মহারাষ্ট্র
পুরুষ্কার ও স্বীকৃতি
২০১৪ সালে ফেব্রুয়ারিতে এফআইসিসিআই কর্তৃক শ্রেষ্ঠ জাতীয় ক্রীড়া সংগঠন পুরুস্কার অর্জন করে।[2]
প্রতিযোগীতা সমূহ
লীগ প্রতিযোগিতা
- ইন্ডিয়ান সুপার লীগ
- আই-লিগ
- আই-লিগ দ্বিতীয় ডিভিশন
- আই-লীগ অনুর্ধ-১৯
- সুব্রতো কাপ
- দত্ত রয় ট্রফি (অনুর্ধ-২১ জাতীয় চ্যাম্পিয়নশিপ)
- বিসি রয় ট্রফি (অনুর্ধ-১৯ জাতীয় চ্যাম্পিয়নশিপ)
- ভারতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ
কাপ প্রতিযোগিতা
আন্তর্জাতিক
- চ্যাম্পিয়ন্স কাপ (নেহেরু কাপের পরিবর্ত হিসেবে) (প্রস্তাবিত)
ক্লাব স্তরে
- সুপার কাপ ( ইন্ডিয়ান সুপার লীগ ও আই-লিগ মিলিয়ে )
- ফেডারেশন কাপ
- ডুরান্ড কাপ
রাজ্য স্তরে
- সন্তোষ ট্রফি
পরিচালনা পরিষদ
- চেয়ারম্যান: প্রফুল পাতিল
- ভাইস-চেয়ারম্যান: অঙ্কুর দ্ত্ত †
- সাধারণ সম্পাদক: কুশাল দাস
- টেকনিক্যাল পরিচালক: রবার্ট বান
- একাডেমি প্রদর্শক: স্কট অ’ডনি
- অন্যান্য সদস্য:
- বিনোদ শর্মা †
- সুব্রত দত্ত †
- হরদেব জাদেজা ‡
- Joaquim Alemo ‡
- অমিত দেব †
- সি.আর. বিশ্বনাথ ‡
- ইন্দার সিং †
- টেমপো ভুতিয়া *
- রাকেশ য়ুদেব *
Key: † = জাতীয় প্রতিনিধি, ‡ = প্রিমিয়ার লীগ প্রতিনিধি, * = ফুটবল লীগ প্রতিনিধি
তথ্যসূত্র
- "BBC SPORT | Football | World Football | What's holding back Indian football?"। BBC News। ২০০৪-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৭।
- "FICCI announces the Winners of India Sports Awards for 2014"। IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
- এআইএফএফ অফিসিয়াল ওয়েবসাইট