অরুয়াইল ইউনিয়ন
অরুয়াইল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন।
অরুয়াইল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() অরুয়াইল | |
স্থানাঙ্ক: ২৪°৯′৫৮″ উত্তর ৯১°২′২৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | সরাইল উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোশাররফ হোসেন ভূঁইয়া |
আয়তন | |
• মোট | ২২.৪৮ কিমি২ (৮.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,১০১ |
• জনঘনত্ব | ১৬০০/কিমি২ (৪২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও অবস্থান
অরুয়াইল ইউনিয়নের আয়তন ৫,৫৫৬ একর (২২.৪৮ বর্গ কিলোমিটার)।[1] সরাইল উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নটি সরাইল উপজেলার সর্ব-পশ্চিমের ইউনিয়ন। এ ইউনিয়নের পূর্বে পাকশিমুল ইউনিয়ন; উত্তরে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন ও দিলালপুর ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
অরুয়াইল ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ। এটি ৮টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১২টি।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অরুয়াইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,১০১ জন। এর মধ্যে পুরুষ ১৭,৮৩৪ জন এবং মহিলা ১৮,২৬৭ জন। মোট পরিবার ৬,৬৪৯টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬০৬ জন। মৌজা ও গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[2]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০৫২ | অরুয়াইল | অরুয়াইল | ৬৫৩ | ৩,১৫৪ |
জয়নগর | ১০৮ | ৫২৩ | |||
০২ | ০৬৫ | বাদে অরুয়াইল | অরুয়াইল বাজার | ১২০ | ৪৪২ |
বাদে অরুয়াইল | ৫২৩ | ২,৫৯৩ | |||
০৩ | ১৪৪ | বড় পাইকা | বড় পাইকা | ৩২১ | ১,৭৪৭ |
০৪ | ৩৫৩ | ধামাউড়া | ধামাউড়া | ১,৩৪৭ | ৭,৩৮৪ |
০৫ | ৩৭৯ | দুবাজাইল | দুবাজাইল | ৯৯৩ | ৫,৮৬৪ |
রাজাপুর | ৯৯৭ | ৫,৩৮৯ | |||
০৬ | ৪৯৭ | কাকরিয়া | কাকরিয়া | ৪১৯ | ২,৩৫৬ |
০৭ | ৭৭২ | রানীদিয়া | বানিয়াটেক | ১১৫ | ৫৫৮ |
রানীদিয়া | ৯৬৬ | ৫,৮২২ | |||
০৮ | ৮৭৭ | শোলাকান্দি | শোলাকান্দি | ৮৭ | ২৬৯ |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অরুয়াইল ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৩%।[1]
যোগাযোগ ব্যবস্থা
সরাইল উপজেলা সদর থেকে অরুয়াইল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-অরুয়াইল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া নৌপথেও পাশ্ববর্তী উপজেলা ও ইউনিয়নসমূহে যাতায়াত করা যায।[6]
খাল ও নদী
অরুয়াইল ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে তিতাস এবং দক্ষিণ ও পশ্চিম সীমান্ত দিয়ে মেঘনা নদী বয়ে চলেছে।[7]
হাট-বাজার
অরুয়াইল ইউনিয়নের প্রধান হাট-বাজার হল অরুয়াইল বাজার।[8]
দর্শনীয় স্থান
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোশাররফ হোসেন ভূঁইয়া[14]
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- "সরাইলে আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে সম্মান বিষয় চালু"। brahmanbaria24.com। ব্রাহ্মণবাড়িয়া২৪.কম। ৯ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "সরাইলে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন"। sarailnews24.com। সরাইলনিউজ২৪.কম। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "জুনিয়র স্কুল"। shed.gov.bd। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ - শিক্ষা মন্ত্রনালয়। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "যোগাযোগ ব্যবস্থা - অরুয়াইল ইউনিয়ন"। aruailup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "খাল ও নদী - অরুয়াইল ইউনিয়ন"। aruailup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "বাজারের পাশে সেতু নেই, দুর্ভোগ"। prothomalo.com। দৈনিক প্রথম আলো। ৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "দর্শনীয় স্থান - অরুয়াইল ইউনিয়ন"। aruailup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "সরাইলে নদে স্তূপ করে বালু বিক্রি"। prothomalo.com। দৈনিক প্রথম আলো। ২৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "সরাইলে ছেত্রা নদীতে ৪৮ বছরেও হয়নি সেতু"। jugantor.com। দৈনিক যুগান্তর। ২৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির"। placesmap.net। placesmap। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "শিব মন্দির"। placesmap.net। placesmap। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "সরাইলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুখোমুখি"। m.mzamin.com। দৈনিক মানবজমিন। ৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।