নাসিরনগর ইউনিয়ন
নাসিরনগর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
নাসিরনগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() নাসিরনগর | |
স্থানাঙ্ক: ২৪°১১′৩৪.১″ উত্তর ৯১°১১′৪০.৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আবুল হাশেম |
আয়তন | |
• মোট | ২৮.৮২ কিমি২ (১১.১৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,১৮১ |
• জনঘনত্ব | ৯১০/কিমি২ (২৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নামকরণ
কথিত আছে, হযরত শাহ জালাল (রহ.) সিলেটের গৌড় গোবিন্দ রাজার রাজ্য আক্রমণ এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য যাওয়ার পথে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন এখানে অবস্থান করেছিলেন। তার নামানুসারে এই এলাকার নাম নাসিরনগর রাখা হয়। এ ইউনিয়নের নাম থেকেই প্রথমে থানা এবং পরবর্তীতে নাসিরনগর উপজেলার নামকরণ করা হয়।[1]
আয়তন ও অবস্থান
নাসিরনগর ইউনিয়নের আয়তন ৭,১২১ একর (২৮.৮২ বর্গ কিলোমিটার)।[2] নাসিরনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এ ইউনিয়নের পূর্বে ও উত্তরে বুড়িশ্বর ইউনিয়ন, পশ্চিমে গোয়ালনগর ইউনিয়ন ও কুণ্ডা ইউনিয়ন এবং দক্ষিণে গোকর্ণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
নাসিরনগর ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১০টি।[3]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাসিরনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,১৮১ জন। এর মধ্যে পুরুষ ১২,৫১৮ জন এবং মহিলা ১৩,৬৬৩ জন। মোট পরিবার ৫,২৫১টি।[2] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯০৯ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[3]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ৩৩৮ | দাঁতমণ্ডল | দাঁতমণ্ডল | ৭৬৬ | ৩,৮৫০ |
০২ | ৩৬৮ | ধনকুড়া | ধনকুড়া | ২২৪ | ১,১৫২ |
০৩ | ৬৬৬ | কুলিকুণ্ডা | কুলিকুণ্ডা | ৯৯৭ | ৪,৭২০ |
০৪ | ৭৬৬ | নাসিরনগর | আনন্দপুর | ১০৫ | ৫৫৫ |
কামারগাঁও | ১৯৮ | ১,০৩৬ | |||
নাসিরনগর | ১,৫৫১ | ৭,৫২৮ | |||
০৫ | ৭৭৬ | নাসিরপুর | টেকানগর | ২৬০ | ১,৪৪১ |
নাসিরপুর | ৭০৬ | ৩,৫৭১ | |||
মনোহরপুর | ১৪৫ | ৭৯৭ | |||
০৬ | ৮২৫ | ফুলপুর | ফুলপুর | ২৯৯ | ১,৫৩১ |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাসিরনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭%।[2] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]
যোগাযোগ ব্যবস্থা
নাসিরনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক। সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়। এছাড়া নৌপথেও আশেপাশের ইউনিয়ন বা উপজেলাসমূহে যোগাযোগ করা যায়।[10]
খাল ও নদী
নাসিরনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে লংগন নদী। এছাড়া রয়েছে মহাখলার খাল এবং কুকুরিয়া খাল।[11]
হাট-বাজার
নাসিরনগর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল নাসিরপুর বাজার, নাসিরনগর বাজার এবং কুলিকুণ্ডা গরুর বাজার।[12]
তথ্যসূত্র
- "নাসিরনগর ইউনিয়নের ইতিহাস"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "এক নজরে নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "নাসিরনগর ডিগ্রী কলেজ সরকারিকরণ :: প্রধানমন্ত্রীকে অভিনন্দন, আনন্দ মিছিল"। brahmanbaria24.com। ব্রাহ্মণবাড়িয়া২৪.কম। ২০ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- নাসিরনগর ডিগ্রী কলেজ Nasirnagar, Bangladesh +880 1983-090585 https://g.co/kgs/gMEYyg
- "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "একাডেমিক ওয়েবসাইট - নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়"। nnaphs.comillaboard.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "একাডেমিক ওয়েবসাইট - নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"। nngghsn.comillaboard.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "যোগাযোগ ব্যবস্থা - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "খাল ও নদী - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "হাট-বাজারের তালিকা - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "দর্শনীয় স্থান - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "ইউপি চেয়ারম্যান - নাসিরনগর ইউনিয়ন"। nasirnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "নাসিরনগরের ঘটনায় বহিষ্কৃত আ.লীগ নেতা রিমান্ডে"। prothomalo.com। প্রথম আলো। ১০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।