চাতলপাড় ইউনিয়ন

চাতলপাড় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন

চাতলপাড়
ইউনিয়ন
১নং চাতলপাড় ইউনিয়ন পরিষদ
চাতলপাড়
বাংলাদেশে চাতলপাড় ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১২′৪৩.৯″ উত্তর ৯১°৪′৪০.৮″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলানাসিরনগর উপজেলা
সরকার
  চেয়ারম্যানশেখ আব্দুল আহাদ
আয়তন
  মোট২৩.৬৩ কিমি (৯.১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৪,০৮৬
  জনঘনত্ব১৯০০/কিমি (৪৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৪০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

অবিভক্ত বাংলার অন্যতম বৃহৎ নদী মেঘনার তীরে অবস্থিত চাতলপাড় তৎকালীন ত্রিপুরা জেলার একটি ইউনিয়ন। রাজধানী কলকাতা থেকে সুদূর করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র নদীপথ। চাতলপাড় স্টিমারঘাট থাকায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর গুরুত্ব সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছিল। ক্রমে চাতলপাড় বাজারটি বিশাল হয়ে উঠেছিল এবং এর ব্যাপ্তি ঘটেছিল আশেপাশের বেশ ক'টি জেলায়। সোনালী আঁশ নামে খ্যাত পাটের ফলন এই এলাকায় অধিক হওয়ায় ব্রিটিশ সরকারের অনুমোদিত তিনটি বিখ্যাত জুট কোম্পানীর অফিস চাতলপাড়ে স্থাপিত হয়েছিল। ফলে চাতলপাড়ের বাণিজ্যিক পরিচিতির মাত্রা অধিক বৃদ্ধি পায়।[1]

আয়তন ও অবস্থান

চাতলপাড় ইউনিয়নের আয়তন ৫,৮৩৯ একর (২৩.৬৩ বর্গ কিলোমিটার)।[2] এটি নাসিরনগর উপজেলার সর্ব-পশ্চিমে অবস্থিত। উপজেলা সদর থেকে সড়কপথে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪১ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ভলাকুট ইউনিয়নসরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন, দক্ষিণে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নঅরুয়াইল ইউনিয়ন, পশ্চিমে মেঘনা নদীকিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদীকিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চাতলপাড় ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ১৪টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১৮টি।[3]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাতলপাড় ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৪,০৮৬ জন। এর মধ্যে পুরুষ ২২,১১৭ জন এবং মহিলা ২১,৯৬৯ জন। মোট পরিবার ৮,১৮৯টি।[2] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৮৬৬ জন। মৌজা ও গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা উল্লেখ করা হল:[3]

ক্রম নং মৌজা নং মৌজার নাম গ্রামের নাম পরিবার সংখ্যা জনসংখ্যা (২০১১)
০১ ১১৯ বড়নগর বড়নগর ৫৮১ ৩,০৯৭
০২ ১৪৯ বেকিনগর বেকিনগর ১৮৫ ১,০৮৬
০৩ ৩৭৮ ধানতলিয়া ধানতলিয়া ৮৩৩ ৪,৬৬৮
০৪ ৪০৭ ফেদিয়ারকান্দি ফেদিয়ারকান্দি ৩৫৭ ১,৯১৯
০৫ ৪১৭ ফকিরদিয়া ফকিরদিয়া ৩৬৪ ১,৯৮০
০৬ ৪৩৭ ফুলখারকান্দি ফুলখারকান্দি ৫০৯ ২,৭৩৭
০৭ ৪৫৭ গুঁজিয়াখাই নূরপুর গুঁজিয়াখাই নূরপুর ৮৪১ ৪,৯১৭
০৮ ৫১৭ হাসিমপুর হাসিমপুর ৪৯ ২৫৮
০৯ ৫২৭ পশ্চিম ইছাপুর পশ্চিম ইছাপুর ১৯৮ ৯২৬
১০ ৫৪৭ জয়নগর চাতলপাড় ৭৩২ ৩,৮৫৯
বিলেরপাড় ১৬৭ ৮৫৮
১১ ৫৬৭ কচুয়াদীঘি কচুয়াদীঘি ৮১৬ ৩,৮৭৪
১২ ৫৮৭ কৈরলপুর কৈরলপুর ১২৪ ৬৪৫
১৩ ৬৫৬ কাঁঠালকান্দি কাঁঠালকান্দি ১,০৪৯ ৫,৪৩৯
নিয়াজপুর ১১৫ ৬৩০
১৪ ৮৫৫ রতনপুর পতইর ৫৮৫ ৩,৩৬৯
মনকুটা ২২০ ১,২৯৮
রতনপুর ৪৬৪ ২,৫২৬

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাতলপাড় ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৮%।[2] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • চাতলপাড় ডিগ্রী কলেজ[5]
মাধ্যমিক বিদ্যালয়
  • চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়[6]
  • বড় নগর উচ্চ বিদ্যালয়[7]
দাখিল মাদ্রাসা
  • মাদ্রাসা-ই মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদ্রাসা[8]
  • রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা[9]

যোগাযোগ ব্যবস্থা

চাতলপাড় ইউনিয়ন নাসিরনগর উপজেলাধীন ইউনিয়ন হলেও সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে সরাইল উপজেলা সদর হয়ে যাতায়াত সহজতর। এ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক অরুয়াইল-চাতলপাড় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা এবং মোটর সাইকেল। এছাড়া এটি মেঘনা নদীর অববাহিকায় হওয়ায় নৌপথে নাসিরনগর, ভৈরব, কুলিয়াচর, অষ্টগ্রাম, বাজিতপুর, দিরাই, লাখাই সহ বিভিন্ন স্থানে যাতায়াত করা যায়।[10]

খাল ও নদী

চাতলপাড় ইউনিয়নের পশ্চিম ও উত্তর সীমান্ত দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী। এছাড়া রয়েছে বেমালিয়া নদী[11]

হাট-বাজার

চাতলপাড় ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল চাতলপাড় বড়বাজার, চাতলপাড় চকবাজার এবং চাতলপাড় গরুর বাজার।[12]

দর্শনীয় স্থান

  • কচুয়া দরবার শরীফ[13]
  • চাতলপাড় বাজার[14]
  • পতইর সাত তলা জামে মসজিদ মিনার[14]

কৃতি ব্যক্তিত্ব

  • এস এম সাফি মাহমুদ – রাজনীতিবিদ এবং ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য।
  • সৈয়দ মিরান শাহ তাতারী – ইসলাম ধর্ম প্রচারক।[15]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: শেখ আব্দুল আহাদ[16][17]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চাতলপাড় ইউনিয়নের ইতিহাস"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯
  3. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  4. "এক নজরে চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  5. "একাডেমিক ওয়েবসাইট - চাতলপাড় ডিগ্রী কলেজ"chatc.comillaboard.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  6. "চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়"facebook.com। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  7. "বড় নগর উচ্চ বিদ্যালয়"facebook.com। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  8. "মাদরাসা-ই-মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসা তিনটি ট্যালেন্টপুল সহ মোট নয়টি বৃত্তি লাভ"pothiknews.com। পথিকনিউজ। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  9. "নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন"comillaweb.com। কুমিল্লাওয়েব। ১৭ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  10. "যোগাযোগ ব্যবস্থা - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  11. "খাল ও নদী - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  12. "হাট-বাজারের তালিকা - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  13. "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  14. "দর্শনীয় স্থান - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  15. "প্রখ্যাত ব্যক্তিত্ব - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  16. "শপথ গ্রহণ"prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  17. "ইউপি চেয়ারম্যান - চাতলপাড় ইউনিয়ন"chatalparup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.