চাপৈরতলা ইউনিয়ন
চাপৈরতলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
চাপৈরতলা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() চাপৈরতলা | |
স্থানাঙ্ক: ২৪°১১′১৫.০″ উত্তর ৯১°১৬′২৮.২″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ফয়েজ উদ্দিন ভূঁইয়া |
আয়তন | |
• মোট | ১২.৪৬ কিমি২ (৪.৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,৪০২ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও অবস্থান
চাপৈরতলা ইউনিয়নের আয়তন ৩,০৭৮ একর (১২.৪৬ বর্গ কিলোমিটার)।[1] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে গুনিয়াউক ইউনিয়ন ও ফান্দাউক ইউনিয়ন, উত্তরে ফান্দাউক ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন ও বুল্লা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
চাপৈরতলা ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৯টি।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাপৈরতলা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৪০২ জন। এর মধ্যে পুরুষ ৭,২৫৪ জন এবং মহিলা ৮,১৪৮ জন। মোট পরিবার ২,৯০৯টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,২৫৩ জন। মৌজা এবং গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[2]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ১০৯ | বরইউড়ি | বরইউড়ি | ১০৪ | ৪২৭ |
০২ | ১৬৯ | বেঙ্গাউতা | বেঙ্গাউতা | ২০৯ | ১,০৯৬ |
০৩ | ২৭৮ | চাপৈরতলা | চাপৈরতলা | ১,০৫৯ | ৫,৮০৫ |
০৪ | ৪৪৭ | গারাউক | গারাউক | ২১০ | ৮৯২ |
০৫ | ৫৯৭ | কালিউতা | কালিউতা | ৩৮৪ | ১,৯৯৭ |
০৬ | ৬৩৬ | খান্দুরা | খান্দুরা | ৫০৯ | ২,৯৭৯ |
০৭ | ৭৪৬ | মাতিয়াইন | মাতিয়াইন | ৯৩ | ৩৮০ |
০৮ | ৯২৫ | তারাউল্লা | তারাউল্লা | ১১৯ | ৬৮৯ |
০৯ | ৯৫৫ | উরিয়াইন | উরিয়াইন | ২২২ | ১,১৩৭ |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাপৈরতলা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৯%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
যোগাযোগ ব্যবস্থা
নাসিরনগর উপজেলা সদর থেকে চাপৈরতলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাসিরনগর-চাপৈরতলা সড়ক। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ছাতিয়াইন থেকে ছাতিয়াইন-বাঘাসুরা-ফান্দাউক সড়ক হয়ে চাপৈরতলা ইউনিয়নে যাতায়াত করা যায়। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[6]
হাট-বাজার
চাপৈরতলা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল চাপৈরতলা বাজার।[7]
কৃতি ব্যক্তিত্ব
- সৈয়দ মুর্শেদ কামাল –– রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং পঞ্চম জাতীয় সংসদ সদস্য।
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "এক নজরে চাপৈরতলা ইউনিয়ন"। chapartalaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় Bangladesh +880 1752-569080 https://g.co/kgs/Zypbhi
- "খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা"। amar-school.com। Review Network Bangladesh। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "যোগাযোগ ব্যবস্থা - চাপৈরতলা ইউনিয়ন"। chapartalaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "হাট-বাজারের তালিকা - চাপৈরতলা ইউনিয়ন"। chapartalaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "ইউপি চেয়ারম্যান - চাপৈরতলা ইউনিয়ন"। chapartalaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।