সফর

সফর (আরবি: صفر) হলো ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস। মুসলিম মতে, "এই মাসে প্রথম মানব ও নবী আদম-কে বেহেশ্ত হতে বহিস্কার করা হয়।"

সময়সূচী

ইসলামি বর্ষপঞ্জি একটি চন্দ্র পঞ্জিকা এবং এই বর্ষপঞ্জির মাসগুলো শুরু হয় যখন নতুন চাঁদের ক্রিসেন্ট দৃশ্যমান হয়। যেহেতু ইসলামি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জিটির বছর পূর্ণ হয় সৌর পঞ্জিকা অপেক্ষা ১১ হতে ১২ দিন পূর্বেই, ফলে প্রতি বছর সফর মাসের শুরুর দিনটি প্রচলিত সৌরভিত্তিক গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সাথে একই দিনে মেলে না। সৌদি আরবে প্রচলিত “উম্ম আল-কুরা বর্ষপঞ্জি” অনুসারে,[1] আনুমানিকভাবে, সফর মাসটি শুরু এবং স্থায়ীত্ব হবে নিম্নরূপঃ

হিজরী বর্ষ প্রথম দিন
(প্রচলিত খ্রিস্টীয় পঞ্জিকা অনুসারে)
শেষ দিন
(প্রচলিত খ্রিস্টীয় পঞ্জিকা অনুসারে)
১৪৩৭ ১৩ নভেম্বর ২০১৫ ১১ ডিসেম্বর ২০১৫
১৪৩৮ ১ নভেম্বর ২০১৬ ২৯ নভেম্বর ২০১৬
১৪৩৯ ২১ অক্টোবর ২০১৭ ১৮ নভেম্বর ২০১৭
১৪৪০ ১০ অক্টোবর ২০১৮ ৮ নভেম্বর ২০১৮
১৪৪১ ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৮ অক্টোবর ২০১৯
১৪৪২ ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭ অক্টোবর ২০২০
* খ্রিস্টীয় ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত হিজরী “সফর” মাস আরম্ভ ও সমাপ্তির তারিখ।

ঘটনাপঞ্জী

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.