যীশু সেনগুপ্ত
যীশু সেনগুপ্ত যীশু নামে অধিক পরিচিত, একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা। যদিও, তার আসল নাম বিশ্বরুপ সেনগুপ্ত, তার ডাক নাম যীশু নামেই অধিক পরিচিত। তার বাবা উজ্জ্বল সেনগুপ্ত, যিনিও একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা। তার মা মুক্তা সেনগুপ্ত, একজন বিবাহ উৎসব পরিকল্পনাকারী।। যীশুর একজন বড় বোন আছে, শতরুপা (রায়) সেনগুপ্ত, যিনি অনিন্দ্য বোস, যিনি বাংলা ব্যান্ড, সাহার এর প্রধান কন্ঠশিল্পী, এর প্রাক্তন স্ত্রী (বর্তমানে তালাকপ্রাপ্ত)। যীশু প্রধানত একজন ক্রিকেটার, যিনি কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করতেন। কিন্তু তিনি বাংলা চলচ্চিত্র শিল্পে তার ক্যারিয়ার গড়তে অনেক আগ্রহী ছিলেন। তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান, বাংলা মেগা সিরিয়াল মহাপ্রভু তে, প্রধান অভিনেতা চৈতন্য মহাপ্রভু’র চরিত্রে তিনি অভিনয় করেন। তিনি সমসাময়িক বাংলা টেলিভিশনে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সম্প্রতি (জুন ২০১১) তিনি বাংলা টেলিভিশনে পুনরাগমন করেন, অপরাজিত মেগা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। এই মেগা সিরিয়ালের প্রযোজনা করে তার নিজের প্রতিষ্ঠান, ব্লু ওয়াটার পিকচারস। এইটি সম্ভবত সর্বপ্রথম মেগা সিরিয়াল যেখানে একজন পুরুষের জীবন কাহিনী ভিত্তি করে নির্মিত।
যীশু সেনগুপ্ত | |
---|---|
![]() সেনগুপ্ত কেরালাতে অমর আকবর অ্যান্টনি ছবির প্রিমিয়ারে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে | |
জন্ম | বিশ্বরুপ সেনগুপ্ত ১৫ মার্চ ১৯৭৭ মোগলথুর, অন্ধ্র প্রদেশ |
কার্যকাল | ১৯৯৯ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | নীলাঞ্জনা শর্মা |
সন্তান | সারা, জারা |
যীশু শ্যাম বেনেগাল এর নেতাজী সুভাশ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো সিনেমা, ঋতুপর্ণ ঘোষ এর দ্য লাস্ট ইয়ার সিনেমা (যেখানে তার সহ-শিল্পী থাকেন অমিতাভ বচ্চন), সব চরিত্র কাল্পনিক এবং আবহমান এবং গৌতম ঘোষ এর আবার অরণ্যে সিনেমায় কাজ করেন।
যীশু ২০১২ সালে অনুষ্ঠিত টি২০ টিম ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লীগ এর অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন। কেরালা স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচে তার অর্ধশতক অনেক প্রশংসা অর্জন করে। ২০১২ সাল অনুযায়ী, যীশু বর্তমানে গানের প্রতিযোগিতা অনুষ্ঠান সা রে গা মা পা: গানে গানে তোমার মনে র উপস্থাপক হিসেবে কাজ করছেন, যা জি বাংলায় প্রচারিত হয়।
ব্যক্তিগত জীবন
যীশুর স্ত্রী নীলাঞ্জনা শর্মা, যাকে তিনি ২০০৪ সালে বিয়ে করেন। তার স্ত্রী বাংলা চলচ্চিত্র শিল্পের আরেক অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে; তার অভিনয়ে অভিষেক ঘটে সুব্রত সেন পরিচালিত স্বপ্নের ফেরিওয়ালা (২০০২) সিনেমায় অভিনয়ের মাধ্যমে।[1][2]
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | পরিচালক | সহ-শিল্পী | সঙ্গীত পরিচালক | ব্যানার |
---|---|---|---|---|---|
২০১৬ | জুলফিকার | সৃজিত মুখোপাধ্যায় | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ||
২০১৬ | কেলোর কীর্তি | রাজা চন্দ | দেব | ||
২০১৪ | মারদানী | প্রদীপ সরকার | রাণী মুখার্জী | সান্তানু মৈত্র | যশরাজ ফিল্ম |
২০১৪ | জাতিশ্বর | শ্রীজিৎ মুখার্জী | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জী, রাহুল, রিয়া সেন | কবীর সুমন, ইন্দ্রদীপ দাশগুপ্ত | |
২০১৪ | অভিশপ্ত নাইটি | বিরসা দাসগুপ্ত | ইন্দ্রনীল সেনগুপ্ত, পাওলী দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী | ইন্দ্রদীপ দাশগুপ্ত | |
২০১৩ | গোলমালে পিরিত করো না | অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় | ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার, কাঞ্চন মল্লিক | আকাশ | |
২০১২ | বর্ফী! | অনুরাগ বসু | রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ইলেনা ডি’সুজা | প্রিতম | |
২০১২ | চিত্রঙ্গদা: দ্য ক্রোয়নিং উইশ | ঋতুপর্ণ ঘোষ | ঋতুপর্ণ ঘোষ, রাইমা সেন, দ্বীপঙ্কর দে, অঞ্জন দত্ত | দেবোজ্যোতি মিশ্রা | |
২০১১ | তখন তেইশ | অতনু ঘোষ | ইন্দ্রানী হালদার, পাওলী দাম, অপরাজিতা ঘোষ দাস, তনুশ্রী শঙ্কর, রজতাভ দত্ত | ||
২০১১ | নৌকাডুবি | ঋতুপর্ণ ঘোষ | রাইমা সেন, রিয়া সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ||
২০১০ | আরেকটি প্রেমের গল্প | কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণ ঘোষ | ঋতুপর্ণ ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাইমা সেন | ||
২০১০ | আবহমান | ঋতুপর্ণ ঘোষ | দীপঙ্কর দে, অনন্যা চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর | ||
২০১০ | কাছে আছো তুমি | পল্লব দাস | স্বস্তিকা মুখার্জী | যুবেন গার্গ | |
২০১০ | কখনো বিদায় বলো না | এস.কে. মুরলীধরন | মালাবিকা, রাজতাভ দত্ত | ||
২০০৯ | নীল আকাশের চাদনী | ||||
২০০৮ | কাকাতুয়া | ||||
২০০৮ | দ্য লাস্ট ইয়ার | ঋতুপর্ণ ঘোষ | অমিতাভ বচ্চন, প্রীতি জিনতা | ||
২০০৮ | বাঙ্গাল ঘটি ফাটাফাটি | ||||
২০০৮ | সব চরিত্র কাল্পনিক | ঋতুপর্ণ ঘোষ | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিপাশা বসু | ||
২০০৮ | ৯০ ঘন্টা | ||||
২০০৮ | বর আসবে এখুনি | কোয়েল মল্লিক | |||
২০০৮ | গোলমাল | ||||
২০০৮ | জনতার আদালত | ||||
২০০৮ | জন্মদাতা | ||||
২০০৮ | লাভ | ||||
২০০৮ | প্রেমের কাহিনী | ||||
২০০৭ | চক্র | ||||
২০০৭ | কালিশঙ্কর | ||||
২০০৭ | মহাগুরু | ||||
২০০৭ | রুদ্র দ্য ফায়ার | ||||
২০০৭ | শ্বাপমোচন | ||||
২০০৬ | আমরা | ||||
২০০৬ | ভূমিপুত্র | ||||
২০০৬ | হাঙ্গামা | ||||
২০০৬ | পিঠা | ||||
২০০৬ | স্বার্থপর | ||||
২০০৬ | তপস্যা | ||||
২০০৫ | নেতাজী সুভাস চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো | শ্যাম বেনেগাল | শচিন খেদেকার, কুলভূষণ খারবান্দা, রজিত কাপুর, দিব্যা দত্ত, আরিফ জাকারিয়া | ||
২০০৫ | চোরে চোরে মাসতুতো ভাই | ||||
২০০৫ | দেবী | ||||
২০০৫ | মায়ের রাজা | ||||
২০০৫ | সংগ্রাম | ||||
২০০৫ | শুধু ভালোবাসা | ||||
২০০৫ | স্বপ্ন | ||||
২০০৪ | অন্যায় অত্যাচার | ||||
২০০৪ | গ্যারাকল | ||||
২০০৪ | প্রেমী | ||||
২০০৪ | রাজা বাবু | ||||
২০০৪ | সজনী | ||||
২০০৪ | সমুদ্র সাক্ষী | ||||
২০০৩ | আবার অরণ্যে | গৌতম ঘোষ | সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, শর্মিলা ঠাকুর, টাবু | ||
২০০৩ | বিশ্বাসঘাতক | ||||
২০০৩ | গুরু | স্বপন সাহা | মিঠুন চক্রবর্তী, তাপস পাল, রচনা ব্যানার্জী | ||
২০০৩ | মেমসাহেব | ||||
২০০৩ | স্নেহের প্রতিদান | ||||
২০০২ | ছেলেবেলা | ||||
২০০২ | দেবদাস | ||||
২০০২ | একটু ছোয়া | ||||
২০০২ | কুরুক্ষেত্র | ||||
২০০২ | মানুষ অমানুষ | ||||
২০০২ | মনের মাঝে তুমি | মতিউর রহমান পানু | রিয়াজ, পূর্ণিমা | ||
২০০১ | বিধাতার খেলা | ||||
২০০০ | ঋণমুক্ত | ||||
২০০০ | শেষ ঠিকানা | ||||
১৯৯৯ | প্রিয়জন |
তথ্যসূত্র
- "Starry night out"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৪-০৭-১১। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯।
- Dasgupta, Priyanka (২০০৪-০৩-০৮)। "Jishu, Nelanjana to tie the kno"। indiatimes.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে যীশু সেনগুপ্ত সংক্রান্ত মিডিয়া রয়েছে। |