যীশু সেনগুপ্ত

যীশু সেনগুপ্ত যীশু নামে অধিক পরিচিত, একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা। যদিও, তার আসল নাম বিশ্বরুপ সেনগুপ্ত, তার ডাক নাম যীশু নামেই অধিক পরিচিত। তার বাবা উজ্জ্বল সেনগুপ্ত, যিনিও একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা। তার মা মুক্তা সেনগুপ্ত, একজন বিবাহ উৎসব পরিকল্পনাকারী।। যীশুর একজন বড় বোন আছে, শতরুপা (রায়) সেনগুপ্ত, যিনি অনিন্দ্য বোস, যিনি বাংলা ব্যান্ড, সাহার এর প্রধান কন্ঠশিল্পী, এর প্রাক্তন স্ত্রী (বর্তমানে তালাকপ্রাপ্ত)। যীশু প্রধানত একজন ক্রিকেটার, যিনি কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করতেন। কিন্তু তিনি বাংলা চলচ্চিত্র শিল্পে তার ক্যারিয়ার গড়তে অনেক আগ্রহী ছিলেন। তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান, বাংলা মেগা সিরিয়াল মহাপ্রভু তে, প্রধান অভিনেতা চৈতন্য মহাপ্রভু’র চরিত্রে তিনি অভিনয় করেন। তিনি সমসাময়িক বাংলা টেলিভিশনে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সম্প্রতি (জুন ২০১১) তিনি বাংলা টেলিভিশনে পুনরাগমন করেন, অপরাজিত মেগা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। এই মেগা সিরিয়ালের প্রযোজনা করে তার নিজের প্রতিষ্ঠান, ব্লু ওয়াটার পিকচারস। এইটি সম্ভবত সর্বপ্রথম মেগা সিরিয়াল যেখানে একজন পুরুষের জীবন কাহিনী ভিত্তি করে নির্মিত।

যীশু সেনগুপ্ত
সেনগুপ্ত কেরালাতে অমর আকবর অ্যান্টনি ছবির প্রিমিয়ারে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে
জন্ম
বিশ্বরুপ সেনগুপ্ত

(1977-03-15) ১৫ মার্চ ১৯৭৭
মোগলথুর, অন্ধ্র প্রদেশ
কার্যকাল১৯৯৯ – বর্তমান
দাম্পত্য সঙ্গীনীলাঞ্জনা শর্মা
সন্তানসারা, জারা

যীশু শ্যাম বেনেগাল এর নেতাজী সুভাশ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো সিনেমা, ঋতুপর্ণ ঘোষ এর দ্য লাস্ট ইয়ার সিনেমা (যেখানে তার সহ-শিল্পী থাকেন অমিতাভ বচ্চন), সব চরিত্র কাল্পনিক এবং আবহমান এবং গৌতম ঘোষ এর আবার অরণ্যে সিনেমায় কাজ করেন।

যীশু ২০১২ সালে অনুষ্ঠিত টি২০ টিম ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লীগ এর অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন। কেরালা স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচে তার অর্ধশতক অনেক প্রশংসা অর্জন করে। ২০১২ সাল অনুযায়ী, যীশু বর্তমানে গানের প্রতিযোগিতা অনুষ্ঠান সা রে গা মা পা: গানে গানে তোমার মনে র উপস্থাপক হিসেবে কাজ করছেন, যা জি বাংলায় প্রচারিত হয়।

ব্যক্তিগত জীবন

যীশুর স্ত্রী নীলাঞ্জনা শর্মা, যাকে তিনি ২০০৪ সালে বিয়ে করেন। তার স্ত্রী বাংলা চলচ্চিত্র শিল্পের আরেক অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে; তার অভিনয়ে অভিষেক ঘটে সুব্রত সেন পরিচালিত স্বপ্নের ফেরিওয়ালা (২০০২) সিনেমায় অভিনয়ের মাধ্যমে।[1][2]

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র পরিচালক সহ-শিল্পী সঙ্গীত পরিচালক ব্যানার
২০১৬ জুলফিকার সৃজিত মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
২০১৬কেলোর কীর্তিরাজা চন্দদেব
২০১৪মারদানীপ্রদীপ সরকাররাণী মুখার্জীসান্তানু মৈত্রযশরাজ ফিল্ম
২০১৪জাতিশ্বরশ্রীজিৎ মুখার্জীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জী, রাহুল, রিয়া সেনকবীর সুমন, ইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৪অভিশপ্ত নাইটিবিরসা দাসগুপ্তইন্দ্রনীল সেনগুপ্ত, পাওলী দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীইন্দ্রদীপ দাশগুপ্ত
২০১৩গোলমালে পিরিত করো নাঅনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার, কাঞ্চন মল্লিকআকাশ
২০১২বর্ফী!অনুরাগ বসুরণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ইলেনা ডি’সুজাপ্রিতম
২০১২চিত্রঙ্গদা: দ্য ক্রোয়নিং উইশঋতুপর্ণ ঘোষঋতুপর্ণ ঘোষ, রাইমা সেন, দ্বীপঙ্কর দে, অঞ্জন দত্তদেবোজ্যোতি মিশ্রা
২০১১তখন তেইশঅতনু ঘোষইন্দ্রানী হালদার, পাওলী দাম, অপরাজিতা ঘোষ দাস, তনুশ্রী শঙ্কর, রজতাভ দত্ত
২০১১নৌকাডুবিঋতুপর্ণ ঘোষরাইমা সেন, রিয়া সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
২০১০আরেকটি প্রেমের গল্পকৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণ ঘোষঋতুপর্ণ ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাইমা সেন
২০১০আবহমানঋতুপর্ণ ঘোষদীপঙ্কর দে, অনন্যা চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর
২০১০কাছে আছো তুমিপল্লব দাসস্বস্তিকা মুখার্জীযুবেন গার্গ
২০১০কখনো বিদায় বলো নাএস.কে. মুরলীধরনমালাবিকা, রাজতাভ দত্ত
২০০৯নীল আকাশের চাদনী
২০০৮কাকাতুয়া
২০০৮দ্য লাস্ট ইয়ারঋতুপর্ণ ঘোষঅমিতাভ বচ্চন, প্রীতি জিনতা
২০০৮বাঙ্গাল ঘটি ফাটাফাটি
২০০৮সব চরিত্র কাল্পনিকঋতুপর্ণ ঘোষপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিপাশা বসু
২০০৮৯০ ঘন্টা
২০০৮বর আসবে এখুনিকোয়েল মল্লিক
২০০৮গোলমাল
২০০৮জনতার আদালত
২০০৮জন্মদাতা
২০০৮লাভ
২০০৮প্রেমের কাহিনী
২০০৭চক্র
২০০৭কালিশঙ্কর
২০০৭মহাগুরু
২০০৭রুদ্র দ্য ফায়ার
২০০৭শ্বাপমোচন
২০০৬আমরা
২০০৬ভূমিপুত্র
২০০৬হাঙ্গামা
২০০৬পিঠা
২০০৬স্বার্থপর
২০০৬তপস্যা
২০০৫নেতাজী সুভাস চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরোশ্যাম বেনেগালশচিন খেদেকার, কুলভূষণ খারবান্দা, রজিত কাপুর, দিব্যা দত্ত, আরিফ জাকারিয়া
২০০৫চোরে চোরে মাসতুতো ভাই
২০০৫দেবী
২০০৫মায়ের রাজা
২০০৫সংগ্রাম
২০০৫শুধু ভালোবাসা
২০০৫স্বপ্ন
২০০৪অন্যায় অত্যাচার
২০০৪গ্যারাকল
২০০৪প্রেমী
২০০৪রাজা বাবু
২০০৪সজনী
২০০৪সমুদ্র সাক্ষী
২০০৩আবার অরণ্যেগৌতম ঘোষসৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, শর্মিলা ঠাকুর, টাবু
২০০৩বিশ্বাসঘাতক
২০০৩গুরুস্বপন সাহামিঠুন চক্রবর্তী, তাপস পাল, রচনা ব্যানার্জী
২০০৩মেমসাহেব
২০০৩স্নেহের প্রতিদান
২০০২ছেলেবেলা
২০০২দেবদাস
২০০২একটু ছোয়া
২০০২কুরুক্ষেত্র
২০০২মানুষ অমানুষ
২০০২মনের মাঝে তুমিমতিউর রহমান পানুরিয়াজ, পূর্ণিমা
২০০১বিধাতার খেলা
২০০০ঋণমুক্ত
২০০০শেষ ঠিকানা
১৯৯৯প্রিয়জন

তথ্যসূত্র

  1. "Starry night out"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৪-০৭-১১। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯
  2. Dasgupta, Priyanka (২০০৪-০৩-০৮)। "Jishu, Nelanjana to tie the kno"। indiatimes.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.