কলম্বিয়া জাতীয় ফুটবল দল

কলম্বিয়া জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিনিধিত্বকারী ফুটবল দল। কলম্বিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক এ দলটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কনমেবলের অন্যতম সদস্য কলম্বিয়া বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ম এবং এলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮ম।[5]

কলম্বিয়া
ডাকনাম(সমূহ)Los Cafeteros (The Coffee Growers)
Tricolor (Tricolour)
অ্যাসোসিয়েশনফেদারেশিওন কলম্বিয়ানা দ্য ফুতবল (এফসিএফ)
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচজোস প্যাকারম্যান
অধিনায়কমারিও ইয়েপেজ
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়কার্লোস ভালদেরামা (১১১)
শীর্ষ গোলদাতাআর্নোল্দো ইগুয়ারেন (২৫)
স্বাগতিক স্টেডিয়ামএস্তাদিও মেত্রোপলিটানো রবার্তো মেলেন্দেজ[1]
ফিফা কোডCOL
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(জুলাই ২০১৩ম আগস্ট ২০১৩)
সর্বনিম্ন৫৪ (জুন ২০১১)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৯৪)
সর্বনিম্ন৯৩ (আগস্ট ১৯৬৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মেক্সিকো ৩-১ কলম্বিয়া
(পানামা সিটি, পানামা; ১০ ফেব্রুয়ারি ১৯৩৮)
বৃহত্তম জয়
 আর্জেন্টিনা ০-৫ কলম্বিয়া
(বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা; ৫ সেপ্টেম্বর ১৯৯৩)
কলম্বিয়া ৫-০ উরুগুয়ে 
(বারানকুইলা, কলম্বিয়া; ৬ জুন ২০০৪)[2]
কলম্বিয়া ৫-০ পেরু 
(বারানকুইলা, কলম্বিয়া; ৪ জুন ২০০৫)[3]
কলম্বিয়া ৫-০ বলিভিয়া 
(বারানকুইলা, কলম্বিয়া; ২২ মার্চ ২০১৩)
বৃহত্তম হার
 ব্রাজিল ৯-০[4] কলম্বিয়া
(লিমা, পেরু; ২৪ মার্চ ১৯৫৭)
বিশ্বকাপ
উপস্থিতি৫ (প্রথম ১৯৬২)
সেরা সাফল্য১৬ দলের রাউন্ড, ১৯৯০
কোপা আমেরিকা
উপস্থিতি১৮ (প্রথম ১৯৪৫)
সেরা সাফল্যবিজয়ী: ২০০১
কনকাকাফ গোল্ড কাপ
উপস্থিতি৩ (প্রথম ২০০০)
Best resultরানার্স-আপ, ২০০০
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি১ (প্রথম ২০০৩)
সেরা সাফল্য৪র্থ, ২০০৩

ইতিহাস

কলম্বিয়া তাদের ফুটবল ইতিহাসে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা সৃষ্টি করেছে। সাবেক মধ্যমাঠের খেলোয়াড় মার্কোস কল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র অলিম্পিক গোল করে কীর্তিগাঁথা রচনা করেন। ১৯৬২ সালের ফিফা বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়ন দলের বিপক্ষে তিনি এ গোলটি করেন, যাতে সোভিয়েত দল ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বত্ত্বেও খেলাটি ৪-৪ ড্র হয়। লক্ষ্যণীয় যে, সোভিয়েত দলে লেভ ইয়াসিনের ন্যায় সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন এ খেলায় অংশ নিয়েছিলেন।

১৯৯০-এর দশকে কলম্বিয়া ফিফা বিশ্বকাপে তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছিল। ১৯৯৩ সালে প্রবল প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে তারা ৫-০ গোলের বিরাট ব্যবধানে জয় পায়।[6][7] ১৯৯৫ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে গোলরক্ষক রেনে হিগুইতা তার স্করপিয়ন কিকের মাধ্যমে ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ করেছিলেন। ২০০১ সালের কোপা আমেরিকা প্রতিযোগিতায় অস্কার করদোবা প্রথম ও একমাত্র গোলরক্ষক হিসেবে কোন গোল হজম করেননি। কলম্বিয়ার অন্যান্য তারকা খেলোয়াড়ের মধ্যে রয়েছেন কার্লোস ভালদেরামাফস্তিনো অ্যাস্প্রিলা। এ সময়কালে কলম্বিয়া দল ১৯৯০, ১৯৯৪১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে, কেবলমাত্র ১৯৯০ বিশ্বকাপেই তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পেরেছিল।

তথ্যসূত্র

  1. "Barranquilla será la sede de los dos primeros partidos de las eliminatorias, Deportes"। Semana.com। ২০১১-০৮-২২। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫
  2. FIFA.com
  3. FIFA.com
  4. "Brasil 9-0 Colombia :: Copa América 1957 :: Ficha del Partido"। ceroacero.es। ১৯৫৭-০৩-২৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫
  5. "Fifa/Coca Cola World Ranking"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪
  7. "The Two Escobars HD (esp/eng) ESPN 6 of 11"। YouTube। ২০১০-১২-২৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫

বহিঃসংযোগ

পূর্বসূরী
১৯৯৯ব্রাজিল
দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন্স
২০০১ (প্রথম শিরোপা)
উত্তরসূরী
২০০৪ব্রাজিল

টেমপ্লেট:National sports teams of Colombia টেমপ্লেট:Colombia national football team টেমপ্লেট:Football in Colombia টেমপ্লেট:CONMEBOL teams

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.