.এফআই

.এফআই ফিনল্যান্ডের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ফিনিস কমিউনিকেসন রেগুলেটরি কর্তৃপক্ষ,[1] ফিকোরা এটি নিয়ন্ত্রন করে থাকে। ১৯৮৬ সালের ৪ ডিসেম্বর ফিনিক্স ইউজার গ্রুপ ফিনল্যান্ডের টপ লেভেল কান্টি কোড ডোমেইনের জন্য আবেদন করে। আবেদনটি পর্যবেক্ষণ করে টেপপেরি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটির অনুমোদন দেয়। পরবর্তীতে এর নিয়ন্ত্রনের দ্বায়িত্ব দেওয়া হয় ফিসিক্সকে ও এরপর এর দ্বায়িত্ব দেওয়া হয় ফিকোরাকে।

.এফআই
প্রস্তাবিত হয়েছে১৯৮৬
টিএলডি ধরণকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিফিকোরা
প্রস্তাবের উত্থাপকফিকোরা
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত  Finland
বর্তমান ব্যবহারফিনল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতাফিনল্যান্ডে নিবন্ধিত কম্পানি বা সংস্থার জন্য সীমাবদ্ধ; এই ধরনের সীমাবদ্ধতা ২০০৩ ও ২০০৬ সালে কিছুটা শীথিল করা হয়েছিল।
কাঠামোনিবন্ধনের জন্য আবেদন সরাসরি দ্বিতীয় স্তরে গ্রহণ করা হয়।
নথিপত্র১৯৮৬ ডেলিগেশন আবেদন
বিতর্ক নীতিমালাNames can be suspended or revoked by registry if suspected of infringement of another's name
ওয়েবসাইটফিকোরা ডোমেইন
DNSSECহ্যাঁ

প্রথমদিকে ফিকোরা কর্তৃক নিয়ন্ত্রিত .এফআই ডোমেইন এর নিয়ম-কানুন ছিল খুব কড়া। ডোমেইন নাম শুধুমাত্র কম্পানি বা যেসকল কম্পানির নিজস্ব ট্রেডমার্ক রয়েছে তাদের দেওয়া হত। এই নীতিমালার কারনে ফিনিস বিভিন্ন কম্পানি অন্যান্য টপ লেভেল ডোমেইনের অধীনে নিবন্ধন করত। এই নীতিমালা ১ সেপ্টেম্বর, ২০০৩ সালে পরিবর্তন করা হয়।

সেপ্টেম্বর ১, ২০০৫ পর্যন্ত .এফআই ডোমেইনে স্ক্যান্ডিনেভীয় বর্ণ ব্যবহার করা যেত, যদিও তা ব্যবহার না করার জন্য বলা হত । মার্চ ১, ২০০৬ থেকে বাক্তিগতভাবে .এফআই ডোমেইন নাম নিবন্ধন করার অনুমতি দেয়া হয়।[2]

তথ্যসূত্র

  1. "Fi-domain"www.viestintavirasto.fi। FICORA। ৫ সেপ্টেম্বর ২০১৬।
  2. Fi-domain names now available for everyone all around the world , read 7 September 2016, published 5 September 2016.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.