বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন

বাঙ্গরা পশ্চিম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

বাঙ্গরা পশ্চিম
ইউনিয়ন
৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ
বাঙ্গরা পশ্চিম
বাংলাদেশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৩′ উত্তর ৯০°৫৭′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামুরাদনগর উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ রুহুল আমিন
আয়তন
  মোট১৮ কিমি (৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২২,৫৮৭
  জনঘনত্ব১৩০০/কিমি (৩৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৫.৪১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের জনসংখ্যা ২২,৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৬৪২ জন এবং মহিলা ১১,৯৪৫ জন।[1]

ইতিহাস

১৮৮৫ খ্রিষ্টাব্দে বাঙ্গরা গ্রামের নামানুসারে বাঙ্গরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বাঙ্গরা পশ্চিম ও বাঙ্গরা পূর্ব নামে দুইটি ইউনিয়নে বিভক্ত হয়।[1]

অবস্থান ও সীমানা

মুরাদনগর উপজেলার উত্তর-মধ্যাংশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, উত্তরে শ্রীকাইল ইউনিয়ন, পশ্চিমে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কামাল্লা ইউনিয়ন, দক্ষিণে যাত্রাপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে চাপিতলা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[1]

  • দীঘিরপাড়
  • ধনপতিখোলা
  • কালারাইয়া
  • গাজীপুর
  • পাজিরপাড়
  • কোদালকাটা
  • মির্জাপুর
  • নোয়াগাঁও
  • কালিপুরা
  • কাগাতুয়া
  • কুড়াখাল
  • কুরুণ্ডী

শিক্ষা ব্যবস্থা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৪১%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[1]

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • বেগম সুফিয়া সওকত কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • কুড়াখাল উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  • কুড়াখাল কুরুণ্ডী দাখিল মাদ্রাসা
  • দীঘিরপাড় দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালারাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

মুরাদনগর উপজেলা সদর থেকে এ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মুরাদনগর-বাঙ্গরাবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[1]

ধর্মীয় উপাসনালয়

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৪৮টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[1]

খাল ও নদী

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর্চি নদী[1]

হাট-বাজার

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৩টি হাট-বাজার রয়েছে।[1]

দর্শনীয় স্থান

  • দুদু শাহের মাজার, ধনপতিখোলা;
  • পাগল শাহের মাজার, দীঘিরপাড়;
  • লাডুম শাহের মাজার, কালারাইয়া;
  • কালী ভিটা, ধনপতিখোলা।[1]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ রুহুল আমিন[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে 7নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন"bangarawestup.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.