পশ্চিম এশিয়া

পশ্চিম এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অঞ্চলকে বোঝায়। পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পশ্চিম এশিয়াতে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ মিশর অন্তর্ভুক্ত নয় (দেশটিকে উত্তর আফ্রিকার অংশ ধরা হয়)। এছাড়া মধ্যপ্রাচ্য-বহির্ভূত ককেসাস অঞ্চলটিকেও পশ্চিম এশিয়ার অন্তর্গত করা হয়। পশ্চিম এশিয়ার আয়তন প্রায় ৬২,৫৫,১৬০ বর্গকিলোমিটার এবং এখানে প্রায় ৩১ কোটির কিছু বেশি লোকের বাস।

পশ্চিম এশিয়া
আয়তন৬২,৫৫,১৬০ কিঃমিঃ
(২৪,১৫,১৩১ বর্গ মাইল)
  • জনসংখ্যা
  •   ঘনত্ব
  • ৩১,৩৪,২৮,০০০
  •  ৫০.১ /কিমি (১৩০ /বর্গমাইল)
দেশসমূহ
মোআউ (নামমাত্র)$২.৭৪২ ট্রিলিয়ন (২০১০)
মাথাপিছু মোআউ$৮,৭৪৮ (২০১০)
সময় অঞ্চলসমূহইউটিসি+০২:০০
ইউটিসি+০৩:০০
ইউটিসি+০৩:৩০
ইউটিসি+০৪:০০
ইউটিসি+০৪:৩০

জাতিসংঘের ভূবিন্যাস অনুযায়ী নিচের দেশগুলি পশ্চিম এশিয়ার অন্তর্ভুক্ত।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.