গুপ্ত সাম্রাজ্য
গুপ্ত সাম্রাজ্য (সংস্কৃত: गुप्त राजवंश, Gupta Rājavaṃśa) ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিষ্টীয় ৩২০ থেকে ৫৫০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল।[1] মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদি সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।[2] গুপ্ত শাসকদের ভারতে যে শান্তি ও সমৃদ্ধি স্থাপিত হয়েছিল, তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়।[3] গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ।[4] এই যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শনের বিশেষ উৎকর্ষের যুগ; বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত এই যুগেরই ফসল।[5] গুপ্ত যুুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মা -এর অবির্ভাব হয়েছিলো। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ও সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট তার সাম্রাজ্য সীমা দক্ষিণ ভারতেও প্রসার লাভ করে ।
গুপ্ত সাম্রাজ্য | |||||
गुप्त राजवंश Gupta Rājavaṃśa | |||||
| |||||
![]() গুপ্ত সাম্রাজ্যের অবস্থান সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্য (৩৭৫-৪১৫ খ্রিষ্টাব্দ) | |||||
রাজধানী | পাটলিপুত্র | ||||
ভাষাসমূহ | সংস্কৃত | ||||
ধর্ম | হিন্দুধর্ম বৌদ্ধধর্ম | ||||
সরকার | রাজতন্ত্র | ||||
মহারাজাধিরাজ | |||||
- | ২৪০-২৮০ (আনুমানিক) | শ্রীগুপ্ত | |||
- | ৩১৫-৩৩৫ | প্রথম চন্দ্রগুপ্ত | |||
- | ৫৪০-৫৫০ | বিষ্ণুগুপ্ত | |||
ঐতিহাসিক যুগ | প্রাচীন কাল | ||||
- | সংস্থাপিত | ৩২০ খ্রিষ্টাব্দ | |||
- | ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে | খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দী | |||
আয়তন | বর্গ কি.মি. ( বর্গ মাইল) | ||||
বর্তমানে অংশ | ![]() ![]() ![]() ![]() | ||||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
দক্ষিণ এশিয়া | |||||
---|---|---|---|---|---|
প্রস্তর যুগ | ৭০,০০০-৩৩০০খ্রীষ্টপূর্ব | ||||
• মেহেরগড় | • ৭০০০-৩৩০০খ্রীষ্টপূর্ব | ||||
হরপ্পা ও মহেঞ্জদর সভ্যতা | ৩৩০০-১৭০০খ্রীষ্টপূর্ব | ||||
হরপ্পা সংস্কৃতি | ১৭০০-১৩০০খ্রীষ্টপূর্ব | ||||
বৈদিক যুগ | ১৫০০-৫০০খ্রীষ্টপূর্ব | ||||
লৌহ যুগ | ১২০০-৩০০খ্রীষ্টপূর্ব | ||||
• ষোড়শ মহাজনপদ | • ৭০০-৩০০খ্রীষ্টপূর্ব | ||||
• মগধ সাম্রাজ্য | • ৫৪৫খ্রীষ্টপূর্ব | ||||
• মৌর্য সাম্রাজ্য | • ৩২১-১৮৪খ্রীষ্টপূর্ব | ||||
মধ্যকালীন রাজ্যসমূহ | ২৫০খ্রীষ্টপূর্ব | ||||
• চোল সাম্রাজ্য | • ২৫০খ্রীষ্টপূর্ব | ||||
• সাতবাহন সাম্রাজ্য | • ২৩০খ্রীষ্টপূর্ব | ||||
• কুষাণ সাম্রাজ্য | • ৬০-২৪০ খ্রীষ্টাব্দ | ||||
• গুপ্ত সাম্রাজ্য | • ২৮০-৫৫০ খ্রীষ্টাব্দ | ||||
• পাল সাম্রাজ্য | • ৭৫০-১১৭৪ খ্রীষ্টাব্দ | ||||
• রাষ্ট্রকুট | • ৭৫৩-৯৮২ | ||||
• ইসলামের ভারত বিজয় | • | ||||
• সুলতানী আমল | • ১২০৬-১৫৯৬ | ||||
• দিল্লি সালতানাত | • ১২০৬-১৫২৬ | ||||
• দাক্ষিনাত্যের সুলতান | • ১৪৯০-১৫৯৬ | ||||
হৈসল সাম্রাজ্য | ১০৪০-১৩৪৬ | ||||
কাকতীয় সাম্রাজ্য | ১০৮৩-১৩২৩ | ||||
আহমন সাম্রাজ্য | ১২২৮-১৮২৬ | ||||
বিজয়নগর সাম্রাজ্য | ১৩৩৬-১৬৪৬ | ||||
মুঘল সাম্রাজ্য | ১৫২৬-১৮৫৮ | ||||
মারাঠা সাম্রাজ্য | ১৬৭৪-১৮১৮ | ||||
শিখ রাষ্ট্র | ১৭১৬-১৮৪৯ | ||||
শিখ সাম্রাজ্য | ১৭৯৯-১৮৪৯ | ||||
ব্রিটিশ ভারত | ১৮৫৮–১৯৪৭ | ||||
ভারত ভাগ | ১৯৪৭–বর্তমান | ||||
জাতীয় ইতিহাস বাংলাদেশ • ভুটান • ভারত মালদ্বীপ • নেপাল • পাকিস্তান • শ্রীলংকা | |||||
আঞ্চলিক ইতিহাস আসাম • বেলুচিস্তান • বঙ্গ হিমাচল প্রদেশ • উড়িষ্যা • পাকিস্তানের অঞ্চল সমূহ পাঞ্জাব • দক্ষিণ ভারত • তিব্বত | |||||
বিশেষায়িত ইতিহাস টঙ্কন • রাজবংশ • অর্থনীতি ভারততত্ত্ব • ভাষাবিজ্ঞানের ইতিহাস • সাহিত্য • নৌসেনা • সেনা • বিজ্ঞান ও প্রযুক্তি • সময়রেখা | |||||
গুপ্ত রাজবংশের শাসকগণ
প্রায় ৩২০ থেকে ৫৫০ অবধি,গুপ্ত বংশের প্রধান শাখা ভারতের গুপ্ত সাম্রাজ্য শ্বাসন করেছিলেন। এই সাম্রাজ্য শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শাসকগণ:
- শ্রী গুপ্ত
- ঘটোৎকচ
- প্রথম চন্দ্রগুপ্ত
- সমুদ্রগুপ্ত
- রামগুপ্ত
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- প্রথম কুমারগুপ্ত
- স্কন্দগুপ্ত
- পুরুগুপ্ত
- প্রথম কুমারগুপ্ত দ্বিতীয়
- বুধগুপ্ত
- নরসিংহগুপ্ত বালাদিত্য
- প্রথম কুমারগুপ্ত তৃতীয়
- বিষ্ণুগুপ্ত
- বৈনগুপ্ত
- ভানুগুপ্ত
তথ্যসূত্র
- "Gupta Dynasty - MSN Encarta"। ২০০৯-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৫।
- http://www.fsmitha.com/h1/ch28gup.htm
- http://historymedren.about.com/library/text/bltxtindia7.htm
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০।
- http://www.wsu.edu:8001/~dee/ANCINDIA/GUPTA.HTM