প্রথম চন্দ্রগুপ্ত

প্রথম চন্দ্রগুপ্ত (রাজত্বকাল ৩১৯-৩৩৫ খ্রিষ্টাব্দ) প্রথম গুপ্ত সম্রাট ছিলেন।

প্রথম চন্দ্রগুপ্ত
গুপ্ত সম্রাট
সমুদ্রগুপ্তের একটি মুদ্রায় প্রথম চন্দ্রগুপ্ত ও কুমারদেবীর প্রতিকৃতি
রাজত্বকাল৩১৯–৩৩৫ খ্রিস্টাব্দ
পূর্বসূরিঘটোৎকচগুপ্ত
উত্তরসূরিসমুদ্রগুপ্ত
দাম্পত্যসঙ্গীকুমারদেবী
সন্তানাদিসমুদ্রগুপ্ত
রাজবংশগুপ্ত রাজবংশ
পিতাঘটোৎকচগুপ্ত

পরিচিতি

প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত মহারাজা শ্রীগুপ্তের পৌত্র এবং ঘটোৎকচগুপ্তের পুত্র ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে সিংহাসনে আসীন হন। তিনি কুমারদেবী নামক একজন লিচ্ছবি রাজকুমারীকে বিবাহ করেন। তার পুত্র সমুদ্রগুপ্তের একটি স্বর্ণমুদ্রায় প্রথম চন্দ্রগুপ্ত ও কুমারদেবীর প্রতিকৃতি এবং তার পাশে লিচ্ছবিগণের নাম উৎকীর্ণ রয়েছে। আলেকজান্ডার কানিংহাম গয়া জেলা থেকে এই স্বর্ণমুদ্রা আবিষ্কার করেন।[1] বর্ধমান জেলার মসাগ্রাম থেকে প্রথম চন্দ্রগুপ্তের একটি মুদ্রা আবিষ্কৃত হয়েছে, যা বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত রয়েছে।[2] প্রথম চন্দ্রগুপ্তের রাজ্য প্রয়াগ অবধি প্রসারিত ছিল বলে মনে করা হয়।[3]:২৩১

তথ্যসূত্র

  1. Journal of the Royal Asiatic Society, 1889, p 63
  2. রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙ্গালার ইতিহাস, দে'জ পাবলিশিং, কলকাতা-৭৩, আইএসবিএন ৯৭৮-৮১-২৯৫-০৭৯১-৪, পৃষ্ঠাঃ ৩২
  3. Majumdar, Ramesh Chandra (২০১৩), Ancient India, New Delhi:Motilal Banarsidass.-new Delhi, আইএসবিএন 81-208-0436-8
প্রথম চন্দ্রগুপ্ত
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
ঘটোৎকচগুপ্ত
গুপ্ত রাজবংশ
৩১৯-৩৩৫
উত্তরসূরী
সমুদ্রগুপ্ত
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.