প্রভাবতীগুপ্ত
প্রভাবতীগুপ্ত গুপ্ত রাজবংশের একজন রাজকুমারী ছিলেন।
প্রভাবতীগুপ্ত | |
---|---|
বাকাটক মহারাণী | |
পূর্বসূরি | দ্বিতীয় রুদ্রসেন |
উত্তরসূরি | দিবাকরসেন |
দাম্পত্যসঙ্গী | দ্বিতীয় রুদ্রসেন |
সন্তানাদি | দিবাকরসেন দামোদরসেন |
রাজবংশ | বাকাটক রাজবংশ |
পিতা | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
ধর্মবিশ্বাস | ৩৮৫-৪০৫ খ্রিস্টাব্দ |
জীবনী
প্রভাবতীগুপ্ত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন। তার সঙ্গে বাকাটক রাজবংশের দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ হয়। অল্পকাল রাজত্বের পরেই ৩৮৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর হলে প্রভাবতীগুপ্ত তার দুই নাবালক পুত্র দিবাকরসেন ও দামোদরসেনের অভিভাবক ও রাজপ্রতিনিধি হয়ে কুড়ি বছর রাজ্যভার সামলান। এই সময় এই বাকাটক রাজ্য বস্তুতঃ গুপ্ত সাম্রাজ্যের শাসনতন্ত্রের অংশ হয়ে যায়।[1]
তথ্যসূত্র
- Kulke, Hermann; Rothermund, Dietmar (২০০৪)। A History of India (Fourth সংস্করণ)। Routledge। পৃষ্ঠা 91–92। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৪।
প্রভাবতীগুপ্ত বাকাটক রাজপ্রতিনিধি | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী দ্বিতীয় রুদ্রসেন |
বাকাটক রাজবংশ | উত্তরসূরী দিবাকরসেন |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.