১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অলিম্পিকের ইতিহাসে পঞ্চমবারের জন্য ফিল্ড হকি প্রতিযোগিতা হয়। ধ্যান চাঁদের নেতৃত্বে ভারতীয় হকি দল বার্লিনে অনুষ্ঠিত ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট ৩৮ গোল দিয়ে ফাইনালে আমন্ত্রক নাৎসি জার্মানির হকি দলকে পরাজিত করে তৃতীয় বার অলিম্পিকে স্বর্ণ পদক লাভ করে।[1]

অংশগ্রহণকারী
এগারোটি দেশের ১৬১ জন হকি খেলোয়াড় ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আফগানিস্তান (১৮) বেলজিয়াম (২২) ডেনমার্ক (১৭) ফ্রান্স (২২) জার্মানি (২২) হাঙ্গেরি (২১) ভারত (২২) জাপান (১৫) নেদারল্যান্ডস (১৮) সুইজারল্যান্ড (২২) মার্কিন যুক্তরাষ্ট্র (১৫)
খেলা
এ বিভাগ
বি বিভাগ
স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | ![]() |
![]() |
![]() | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | ![]() |
২ | ২ | ০ | ০ | ১০ | ১ | ৪ | X | ৪:১ | ৬:০ | |
২. | ![]() |
২ | ০ | ১ | ১ | ৭ | ১০ | ১ | ১:৪ | X | ৬:৬ | |
৩. | ![]() |
২ | ০ | ১ | ১ | ৬ | ১২ | ১ | ০:৬ | ৬:৬ | X |
সি বিভাগ
সেমি ফাইনাল
সেমি ফাইনাল | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
১২ ই আগস্ট, ১৯৩৬ | হকি স্টেডিয়ন, বার্লিন | ![]() |
১০ | - | ০ | ![]() |
||
১৬.৩০ . | ||||||||
গোল: | ১:০, ২:০, ৩:০, ৪:০ ৫:০, ৬:০, ৭:০, ৮:০, ৯:০, ১০:০ | |||||||
রেফারি: রাইনবার্গ (GER), এ. ডি ব্যু (BEL) | ||||||||
১২ ই আগস্ট, ১৯৩৬ | হকি স্টেডিয়ন, বার্লিন | ![]() |
৩ | - | ০ | ![]() |
||
১৮.০০ | ||||||||
গোল: | ১:০ (২২'), ২:০ (৪৫'), ৩:০ (৬০') | |||||||
রেফারি: এম. ফারগেওট (FRA), জগন্নাথ (IND) | ||||||||
ব্রোঞ্জ পদকের লড়াই
ব্রোঞ্জ পদকের লড়াই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
১৪ ই আগস্ট, ১৯৩৬ | হকি স্টেডিয়ন, বার্লিন | ![]() |
৪ | - | ৩ | ![]() |
||
১৬.৩০ | ||||||||
গোল: | ১:০, ১:১, ২:১, ৩:১, ৩:২, ৩:৩, ৪:৩ | |||||||
রেফারি: হোরম্যান (GER), জগন্নাথ (IND) | ||||||||
ফাইনাল
ফাইনাল | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
১৫ ই আগস্ট, ১৯৩৬ | হকি স্টেডিয়ন, বার্লিন | ![]() |
৮ | - | ১ | ![]() |
||
১১.০০ | ||||||||
গোল: | ১:০, ২:০, ৩:০, ৪:০, ৪:১, ৫:১, ৬:১, ৭:১, ৮:১ | |||||||
রেফারি: আর. লাইগিওয়েস (BEL), টি. জে. ভ্যান্ট লাম (NED) | ||||||||
পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ পদক জয়ী ভারতীয় হকি দল
স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
![]() রিচার্ড অ্যালেন ধ্যান চাঁদ আলি ইখতিদার শাহ দারা লিওনেল এমেট পিটার ফার্নান্ডেজ যোসেফ গ্যালিবার্ডি আরনেস্ট গুডস্যার কুলেন মহম্মদ হুসেন সঈদ জাফর আহমেদ খান এহসান খান মীর্জা মাসুদ সাইরিল মিসি বাবু নিমাল যোসেফ ফিলিপ্স শাব্বান শাহাবুদ্দিন গারেওয়াল সিং রূপ সিং কার্লাইল ট্যাপসেল |
![]() হারমান আয়ফ ডার হাইড লুডউইগ বেইসিয়েজেল এরিখ কানৎজ কার্ল ড্রোসে আলফ্রেড গারডেস ওয়ার্নার হ্যামেল হ্যারল্ড হাউফময়ান এরউইন কেলার হারবার্ট ক্রেমার ওয়ার্নার কুবিৎজকি পল মেহলিৎজ কার্ল মেঙ্কে ফ্রিৎজ মেসনার ডেটলেফ ওকরেন্ট হাইনরিখ পিটার হাইঞ্জ রাক কার্ল রুক হান্স স্কার্বার্ট হাইঞ্জ স্কমালিক্স টিটো ওয়ার্নহোলৎজ কার্ট ওয়েব এরিখ জ্যান্ডার |
![]() আর্নস্ট ভ্যান ডার বার্গ পিয়েট গানিং রু ভ্যান ডার হার ইঞ্জ হেব্রোক টনি ভ্যান লিয়েরপ হেঙ্ক ডি লুপার জ্যান ডি লুপার আট ডি রুস হান্স স্নিটগার রেনে স্প্যারেনবার্গ রেইন ডি ওয়াল ম্যাক্স ওয়েস্টারক্যাম্প |
চূড়ান্ত স্থান
স্থান | দেশ |
---|---|
১ | ![]() |
২ | ![]() |
৩ | ![]() |
৪ | ![]() |
- | ![]() |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() |
তথ্যসূত্র
- স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের হকি
- অলিম্পিক রিপোর্ট
- উডার্স্কি, পাওয়েল (১৯৯৯)। "Wyniki Igrzysk Olimpijskich"। সংগ্রহের তারিখ ১৫ই সেপ্টেম্বর, ২০০৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) (পোলীয়)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.