১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম বারের জন্য অলিম্পিকের ইতিহাসে ফিল্ড হকি প্রতিযোগিতায় মহিলারা অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশ এই অলিম্পিক বয়কট করার ফলে শক্তিশালী দলগুলি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এর ফলে সোভিয়েত ইউনিয়ন, তানজানিয়া, কিউবা, জিম্বাবুয়ে প্রভৃতি দেশগুলি সুযোগ পায়।

পদক

স্থান দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
 ভারত (IND)00
 জিম্বাবুয়ে (ZIM)00
 চেকোস্লোভাকিয়া (TCH)00
 স্পেন (ESP)00
 সোভিয়েত ইউনিয়ন (URS)00

পুরুষদের প্রতিযোগিতা

১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মাত্র ছয়টি দল অংশগ্রহণ করে। ভারতীয় হকি দল স্পেনকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করে।[1]

খেলা

প্রাথমিক পর্ব

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  স্পেন (ESP) ৩৩X২:২২:১৬:০১১:০১২:০
২.  ভারত (IND) ৩৯২:২X৪:২২:২১৩:০১৮:০
৩.  সোভিয়েত ইউনিয়ন (URS) ৩০১১১:২২:৪X৫:১১১:২১১:২
৪.  পোল্যান্ড (POL) ১৯১৫০:৬২:২১:৫X৭:১৯:১
৫.  কিউবা (CUB) ৪২০:১১০:১৩২:১১১:৭X৪:০
৬.  তানজানিয়া (TAN) ৫৪০:১২০:১৮২:১১১:৯০:৪X

পঞ্চম স্থানের লড়াই

২৬শে জুলাই, ১৯৮০
 কিউবা (CUB) ৪ – ১  তানজানিয়া (TAN)

ব্রোঞ্জ পদকের লড়াই

২৬শে জুলাই, ১৯৮০
 সোভিয়েত ইউনিয়ন (URS) ২ – ১  পোল্যান্ড (POL)

ফাইনাল

২৬শে জুলাই, ১৯৮০
 ভারত (IND) ৪ – ৩  স্পেন (ESP)

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 ভারত (IND)
অ্যালেন স্কোফিল্ড
বীর বাহাদুর ছেত্রী
সিলভ্যানাস ডং ডং
রাজিন্দর সিং
দাবিন্দর সিং
গুরমইল সিং
রবীন্দর পাল সিং, বাসুদেবন ভাস্করণ
কে মাথিভানন
মহারাজ কৃষণ কৌশিক
চরণজিৎ কুমার
মারউইন ফার্নান্ডেজ
অমরজিৎ সিং রানা
মহম্মদ শাহীদ
জাফর ইকবাল
সুরিন্দর সিং সোধি
 স্পেন (ESP)
জুয়ান আমাট
জুয়ান আর্বোস
জাইম আর্বোস
জেভিয়ার ক্যাবট
রিকার্ডো ক্যাবট
মিগুয়েল চ্যাভেজ
জুয়ান কোগহেন
মিগুয়েল ডে পাজ
ফ্রান্সিস্কো ফ্যাব্রেগাস
জোসে গার্সিয়া
রাফায়েল গারাল্ডা
সান্তিয়াগো মালগোসা
পলিনো মোনসাল্ভে
জুয়ান পেল্লোন
জোয়েল রামিরেজ
কার্লোস রোকা
জাইম জুমালাসারেগুই
 সোভিয়েত ইউনিয়ন (URS)
ভ্লাদিমির প্লেসাকভ
ভিয়াচেস্লাভ লাম্পীভ
লিওনিড পাভলভস্কি
সোস হায়রাপেত্যান
ফারিট জিগাঙ্গিরভ
ভ্যালেরি বেলিয়াকভ
সের্গেই ক্লেভতসভ
ওলেগ জাগোরোদনেভ
অ্যালেকজান্ডার গুসেভ
সের্গেই প্লেসাকভ
মিখাইল নিচেপুরেঙ্কো
মিন্নেউলা আজিজভ
অ্যালেকজান্ডার সাইচিয়ভ
অ্যালেকজান্ডার মিয়াস্নিকভ
ভিক্টর ডেপুটাটভ
অ্যালেকজান্ডার গোঞ্চারভ

মহিলাদের প্রতিযোগিতা

মাত্র ছয়টি দল অংশগ্রহণ করায় পয়েন্টের ভিত্তিতে পদক ভাগ করা হয়। আন্তর্জাতিক হকি সংস্থা দারা অনুমোদিত না হয়েও জিম্বাবুয়ে মহিলা জাতীয় ফিল্ড হকি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও স্বর্ণ পদক লাভ করে। অলিম্পিকের পরে তাঁরা আন্তর্জাতিক হকি সংস্থার অনুমোদন লাভ করে। [2]

খেলা

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  জিম্বাবুয়ে (ZIM) ১৩X২:২২:০১:১৪:১৪:০
২.  চেকোস্লোভাকিয়া (TCH) ১০২:২X০:২২:১৫:০১:০
৩.  সোভিয়েত ইউনিয়ন (URS) ১১০:২২:০X৩:১০:২৬:০
৪.  ভারত (IND) ১:১১:২১:৩X২:০৪:০
৫.  অস্ট্রিয়া (AUT) ১১১:৪০:৫২:০০:২X৩:০
৬.  পোল্যান্ড (POL) ১৮০:৪০:১০:৬০:৪০:৩X

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 জিম্বাবুয়ে (ZIM)
আরলীন বক্সহ্যাল
সারা ইংলিশ
মরিন জর্জ
অ্যান গ্রান্ট
সুশান হুগেট
প্যাট্রিশিয়া ম্যাককিলপ
ব্রেন্ডা ফিলিপ্স
ক্রিষ্টিন প্রিন্সলু
সোনিয়া রবার্টসন
অ্যান্থিয়া স্টুয়ার্ট
হেলেন ভক
লিন্ডা ওয়াটসন
এলিজাবেথ চেজ
স্যান্ড্রা চিক
গিলিয়ান কাউলি
প্যাট্রিশিয়া ডেভিস
 চেকোস্লোভাকিয়া (TCH)
মিলাদা ব্লাজকোভা
জিরিনা চের্মাকোভা
জিরিনা হাজকোভা
বের্টা হ্রুভা
ইডা হুভাচকোভা
জিরিনা কাডলেকোভা
জিরিনা ক্রিজোভা
জারমিলা ক্রালিচকোভা
অ্যালেনা কাইসেলিকোভা
জানা লাহোডোভা
ভেতোস্লাভা পেট্রিচকোভা
ভিয়েরা পাদানিয়োভা
ইভেটা স্রাঙ্কোভা
মেরি সাইকোরোভা
মার্তা উর্ভানোভা
লেঙ্কা ভাইমাজালোভা
 সোভিয়েত ইউনিয়ন (URS)
ভ্যালেন্টিনা জাজদ্রাভনিক
তাতিয়ানা শ্ভিগানোভা
গালিনা ভ্যুঝানিনা
তাতিয়ানা ইয়েম্বাখতোভা
অ্যালিনা খাম
নাতেলা ক্রাস্নিকোভা
নাদেঝদা ওভেচকিনা
নেলি গর্ব্যাৎকোভা
ইয়েলেনা গুর‍্যেভা
গালিনা ইনঝুভাতোভা
নাদেঝদা ফিলিপোভা
ল্যুদমিলা ফ্রোলোভা
লিডিয়া গ্লুবোকোভা
লেলা আখমেরোভা
নাতালিয়া বুঝুনোভা
নাতালিয়া বাইকোভা

তথ্যসূত্র

  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফিল্ড হকি
  2. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ফিল্ড হকি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.