১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক আগে হাঙ্গেরী বিপ্লবের কারণে ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে রৌপ্য পদক জয়ী শক্তিশালী নেদারল্যান্ডস দল তুলে নেওয়ায় একটি পদক সম্ভাবনাময় দল কমে যায়। এই অলিম্পিকে প্রথম বারের জন্য অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড অংশগ্রহণ করে। ভারত এই প্রতিযোগিতায় একটিও গোল না খেয়ে অপরাজিত অবস্থায় অলিম্পিক ইতিহাসে ষষ্ঠ বারের জন্য স্বর্ণ পদক লাভ করে। [1]

অংশগ্রহণকারী

খেলা

এ বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  ভারত (IND) ৩৬X৬:০১৪:০১৬:০
২.  সিঙ্গাপুর (SIN) ১১০:৬X৫:০৬:১
৩.  আফগানিস্তান (AFG) ২০০:১৪০:৫X৫:১
৪.  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ২৭০:১৬১:৬১:৫X

বি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  গ্রেট ব্রিটেন (GBR) X২:১২:২১:১
২.  অস্ট্রেলিয়া (AUS) ১:২X৩:২২:০
৩.  মালয়েশিয়া (MAS) ২:২২:৩X১:১
৪.  কেনিয়া (KEN) ১:১০:২১:১X

সি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  পাকিস্তান (PAK) X০:০৫:১২:০
২.  জার্মানি (GER) ০:০X৫:৪০:০
৩.  নিউজিল্যান্ড (NZL) ১০১:৫৪:৫X৩:০
৪.  বেলজিয়াম (BEL) ০:২০:০০:৩X

সেমিফাইনাল

 ভারত (IND)১ – ০ জার্মানি (GER)
 পাকিস্তান (PAK)৩ – ২ গ্রেট ব্রিটেন (GBR)

ব্রোঞ্জ পদকের জন্য লড়াই

 জার্মানি (GER)৩ – ১ গ্রেট ব্রিটেন (GBR)

ফাইনাল

 ভারত (IND)১ – ০ পাকিস্তান (PAK)

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 ভারত (IND)
লেসলি ক্লডিয়াস
হরিপাল কৌশিক
রঘুবীর লাল
শঙ্কর লক্ষ্মণ
রঙ্গনাথন ফ্রান্সিস
গোবিন্দ পেরুমল
অমিত সিং বক্সী
রঘুবীর সিং ভোলা
আমীর কুমার
হরদয়াল সিং গরচে
বালকিষাণ সিং গ্রেওয়াল
গুরদেব সিং কুল্লার
বলবীর সিং দোসাঞ্জ
রনধীর সিং জেন্তলে
বখশিস সিং
উধম সিং কুল্লার
চার্লস স্টিফেন
 পাকিস্তান (PAK)
আব্দুল রশিদ
রাজা মহম্মদ আমীন
আখতার হুসেন
মুনীর দার
গোলাম রসুল
আনোয়ার খান
হাবিব আলি কিদ্দি
লতিফ-উর-রহমান
মনসুর হুসেন আতিফ
উল্লাহ মুত্তি
আহমেদ নাসির
নূর আলম
 জার্মানি (GER)
গুন্টার ব্রেন্নেক্কে
হুগো বুডিঙ্গার
ওয়ার্নার ডেলম্স
হুগো ডোলহেইসার
এবারহার্ড ফার্স্টল
আলফ্রেড লুকার
হেলমুট নোন
উল্ফগ্যাং নোন
হাইঞ্জ রাদজিকোভস্কি
ওয়ার্নার রোজেনবম
গুন্টার উল্লেরিচ

তথ্যসূত্র

  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.