১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

পুরুষদের ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকিতে প্রথম বারের জন্য ভারত গ্রেট ব্রিটেনের মুখোমুখি হয়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারত ফিল্ড হকিতে ছিল তার পূর্বতন শাসকদের চেয়ে বেশী শক্তিশালী। অন্যদিকে গ্রেট ব্রিটেনের চারটি দেশ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড পৃথক ভাবে আন্তর্জাতিক হকি সংস্থা দ্বারা অনুমোদিত থাকায় একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। ফলে এই ক্রীড়ায় প্রথম বারের জন্য গ্রেট ব্রিটেন ফিল্ড হকি দলে ইংল্যান্ড থেকে সমস্ত খেলোয়াড় নির্বাচিত হয়। গ্রেট ব্রিটেন হকি দলের অধিনায়ক নির্বাচিত হন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড় ও জাতীয় স্কোয়াশ বিজয়ী নর্মান বোরেট। প্রথম বারের জন্য পাকিস্তানও ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি দল পাঠায়। এই দলের আলি ইখতিদার শাহ দারা ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্ত ব্রিটিশ ভারতীয় ফিল্ড হকি দলের সদস্য ছিলেন। ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফিল্ড হকি প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারত।[1]

অংশগ্রহণকারী

তেরোটি দেশের ১৮৭ জন হকি খেলোয়াড় ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

  •  আফগানিস্তান (১৪)
  •  আর্জেন্টিনা (১২)
  •  অস্ট্রিয়া (১২)
  •  বেলজিয়াম (১৩)
  •  ডেনমার্ক (১৬)
  •  ফ্রান্স (১৪)
  •  গ্রেট ব্রিটেন (১২)
  •  ভারত (২০)
  •  নেদারল্যান্ডস (১২)
  •  পাকিস্তান (১৯)
  •  স্পেন (১৪)
  •  সুইজারল্যান্ড (১৫)
  •  মার্কিন যুক্তরাষ্ট্র (১৪)

খেলা

এ বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  ভারত (IND) ১৯X৯:১৮:০২:০
২.  আর্জেন্টিনা (ARG) ১২১:৯X১:১৩:২
৩.  অস্ট্রিয়া (AUT) ১০০:৮১:১X১:১
৪.  স্পেন (ESP) ০:২২:৩১:১X

বি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  গ্রেট ব্রিটেন (GBR) ১৯X০:০৮:০১১:০
২.  সুইজারল্যান্ড (SUI) ০:০X১:১৩:১
৩.  আফগানিস্তান (AFG) ০:৮১:১X২:০
৪.  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ১৬০:১১১:৩০:২X

সি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  পাকিস্তান (PAK) ২০X৬:১২:১৩:১৯:০
২.  নেদারল্যান্ডস (NED) ১১১:৬X৪:১২:০৪:১
৩.  বেলজিয়াম (BEL) ১:২১:৪X২:১২:১
৪.  ফ্রান্স (FRA) ১:৩০:২১:২X২:২
৫.  ডেনমার্ক (DEN) ১৭০:৯১:৪১:২২:২X

সেমিফাইনাল

 গ্রেট ব্রিটেন (GBR)২ – ০ পাকিস্তান (PAK)
 ভারত (IND)২ – ১ নেদারল্যান্ডস (NED)

ব্রোঞ্জ পদকের জন্য লড়াই

 নেদারল্যান্ডস (NED)১ – ১ পাকিস্তান (PAK)
 নেদারল্যান্ডস (NED)৪ – ১ পাকিস্তান (PAK)

ফাইনাল

 ভারত (IND)৪ – ০ গ্রেট ব্রিটেন (GBR)

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 ভারত (IND)
লেসলি ক্লডিয়াস
কেশব দত্ত
ওয়াল্টার ডিসুজা
লরি ফার্নান্ডেজ
রঙ্গনাথন ফ্রান্সিস
জেরি গ্ল্যাকেন
আখতার হুসেন
প্যাট্রিক জ্যানসেন
আমীর কুমার
কিষণ লাল
লিও পিন্টো
যশবন্ত সিং রাজপুত
লতিফ-উর-রহমান
রেজিনাল্ড রডরিগেজ
বলবীর সিং দোসাঞ্জ
রনধীর সিং জেন্তলে
গ্রহনন্দন সিং
দিগ্বিজয় সিং
ত্রিলোচন সিং
ম্যাক্সি ভাজ
 গ্রেট ব্রিটেন (GBR)
রবার্ট অ্যাডলার্ড
নর্মান বোরেট
ডেভিড ব্রডি
রোনাল্ড ডেভিস
উইলিয়াম গ্রিফিথস
ফ্রেডরিখ লিন্ডসে
উইলিয়াম লিন্ডসে
জন পীক
ফ্র্যাঙ্ক রেনল্ডস
জর্জ সাইম
মাইকেল ওয়ালফোর্ড
উইলিয়াম হোয়াইট
 নেদারল্যান্ডস (NED)
আন্দ্রে বোয়ের্স্ত্রা
হেঙ্ক বাউম্যান
পিয়েট ব্রমবার্গ
হ্যারী ড্রেক্স
হ্যান ড্রিজভার
ডিক এসার
রিপাই ক্রুজ
জেন ল্যাঙ্গাউট
ডিক লগেরে
টম রিখটার
এডি টিয়েল
উইম ভন হীল

তথ্যসূত্র

  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.