১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
পুরুষদের ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় মাত্র তিনটি দেশ অংশগ্রহণ করে। ব্রিটিশ ভারত ছাড়া ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে প্রথমবারের জন্য জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে। ব্রিটিশ ভারত জাপানকে ১১-১ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বকালীন রেকর্ড ২৪-০ গোলে পরাজিত করলেও অন্য কোন অংশগ্রহণকারী দেশ না থাকার জন্য জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ পদক লাভ করে। [1]
অংশগ্রহণকারী
ভারত (IND) জাপান (JPN) মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
খেলা

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা
প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলে। এই প্রতিযোগিতায় কম দল অংশগ্রহণ করার জন্য ব্রোঞ্জ পদকের জন্য লড়াই বা ফাইনাল খেলা হয়নি। পয়েন্টের ভিত্তিতে পদক ভাগ হয়। ব্রিটিশ ভারত জাপানকে ১১-১ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বকালীন রেকর্ড ২৪-০ গোলে পরাজিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রূপ সিং ১০ গোল ও ধ্যান চাঁদ ৮ গোল দেন।
স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | ![]() |
![]() |
![]() | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | ![]() |
২ | ২ | ০ | ০ | ৩৫ | ২ | ৪ | X | ১১:১ | ২৪:১ | |
২. | ![]() |
২ | ১ | ০ | ১ | ১০ | ১৩ | ২ | ১:১১ | X | ৯:২ | |
৩. | ![]() |
২ | ০ | ০ | ২ | ৩ | ৩৩ | ০ | ১:২৪ | ২:৯ | X |
পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ পদক জয়ী ভারতীয় হকি দল
স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
![]() ![]() রিচার্ড অ্যালেন মহম্মদ আসলাম লাল বোখারি ফ্র্যাঙ্ক ব্রিউইন রিচার্ড জন ডিকি কার ধ্যান চাঁদ লেসলি হ্যামন্ড আর্থার হিন্ড সঈদ জাফর মাসুদ মিনহাস ব্রুম পিনিগার গুরমিত সিং কুল্লার রূপ সিং উইলিয়াম সুলিভান কার্লাইল ট্যাপসেল |
![]() ![]() সুনকিচি হামাদা জুনজো ইনোহারা সাদায়োশি কোবায়াশি হারুহিকো কোন কেনিচি কোনিশি হিরোশি নাগাতা এইচি নাকামুরা য়োশিও শাকাই কাতসুমি শিবাতা আকিও শোহদা তোশিও উসামি |
![]() ![]() উইলিয়াম বডিংটন হ্যারল্ড ব্রুষ্টার রয় কফিন আমোস ডিকন হোরাস ডিস্টন স্যামুয়েল এউইং জেমস জেন্টল হেনরি গ্রীয়র লরেন্স ন্যাপ ডেভিড ম্যাকমুলিন লিওনার্ড ও'ব্রায়েন চার্লস সীফর ফ্রেড্রিখ উওল্টার্স |
তথ্যসূত্র
- স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের হকি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.