১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত

১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রিটিশ ভারত দ্বিতীয়বারের জন্য ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ স্বর্ণ পদক লাভ করে।

অলিম্পিক গেমসে ভারত

ভারতের জাতীয় পতাকা
আইওসি কোড  IND
এনওসি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটwww.olympic.ind.in (ইংরেজি)
১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক লস এঞ্জেলেস
প্রতিযোগী টি ক্রীড়ায় ১৯ জন
পতাকা বাহক লাল শাহ বোখারি
পদক
স্থান: ২২
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ)
গ্রীষ্মকালীন গেমস
  • ১৮৯৬
  • ১৯০০
  • ১৯০৪
  • ১৯০৮
  • ১৯১২
  • ১৯২০
  • ১৯২৪
  • ১৯২৮
  • ১৯৩২
  • ১৯৩৬
  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৪
  • ১৯৯৮
  • ২০০২
  • ২০০৬
  • ২০১০
  • ২০১৪

প্রতিযোগী

ক্রীড়া পুরুষ মহিলা বিভাগ
অ্যাথলেটিকস্‌
ফিল্ড হকি ১৫
সাঁতার

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ পদক জয়ী ভারতীয় হকি দল
পদক নাম ক্রীড়া বিভাগ
 স্বর্ণরিচার্ড অ্যালেন
মহম্মদ আসলাম
লাল শাহ বোখারি
ফ্র্যাঙ্ক ব্রিউইন
রিচার্ড জন ডিকি কার
ধ্যান চাঁদ
লেসলি হ্যামন্ড
আর্থার হিন্ড
সঈদ জাফর
মাসুদ মিনহাস
ব্রুম পিনিগার
গুরমিত সিং কুল্লার
রূপ সিং
উইলিয়াম সুলিভান
কার্লাইল ট্যাপসেল
ফিল্ড হকিপুরুষদের প্রতিযোগিতা

অ্যাথলেটিকস্‌

প্রতিযোগী বিভাগ হিট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
সময় স্থান সময় স্থান সময় স্থান সময় স্থান
মারভিন আর্নসট বুনু সাটন[1] পুরুষদের ১০০ মিটার দৌড় ১১.৪ অগ্রসর হতে পারেননি
পুরুষদের ১১০ মিটার হার্ডল ১৫.১ প্রযোজ্য নয় ? অগ্রসর হতে পারেননি
রোনাল্ড অ্যালফ্রেড ভারনিউ[2] পুরুষদের ১০০ মিটার দৌড় ১১ অগ্রসর হতে পারেননি
পুরুষদের ২০০ মিটার দৌড় ২২.৮ অগ্রসর হতে পারেননি
মারভিন আর্নসট বুনু সাটন
রোনাল্ড অ্যালফ্রেড ভারনিউ
মেহের চাঁদ ধবন
রিচার্ড জন ডিকি কার
পুরুষদের ৪ × ১০০ মিটার রিলে দৌড়[3] ৪৩.৭ অগ্রসর হতে পারেননি

হকি[4]

ভারতীয় ফিল্ড হকি দল
  • রিচার্ড অ্যালেন
  • মহম্মদ আসলাম
  • লাল শাহ বোখারি
  • ফ্র্যাঙ্ক ব্রিউইন
  • রিচার্ড জন ডিকি কার
  • ধ্যান চাঁদ
  • লেসলি হ্যামন্ড
  • আর্থার হিন্ড
  • সঈদ জাফর
  • মাসুদ মিনহাস
  • ব্রুম পিনিগার
  • গুরমিত সিং কুল্লার
  • রূপ সিং
  • উইলিয়াম সুলিভান
  • কার্লাইল ট্যাপসেল
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা

পুরুষদের ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় মাত্র তিনটি দেশ অংশগ্রহণ করে। ব্রিটিশ ভারত ছাড়া ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে প্রথমবারের জন্য জাপানমার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলে। এই প্রতিযোগিতায় কম দল অংশগ্রহণ করার জন্য ব্রোঞ্জ পদকের জন্য লড়াই বা ফাইনাল খেলা হয়নি। পয়েন্টের ভিত্তিতে পদক ভাগ হয়। ব্রিটিশ ভারত জাপানকে ১১-১ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বকালীন রেকর্ড ২৪-০ গোলে পরাজিত করলেও অন্য কোন অংশগ্রহণকারী দেশ না থাকার জন্য জাপানমার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ পদক লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রূপ সিং ১০ গোল ও ধ্যান চাঁদ ৮ গোল দেন।

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট  ভারত  জাপান  মার্কিন যুক্তরাষ্ট্র
১.  ভারত (IND) ৩৫X১১:১২৪:১
২.  জাপান (JPN) ১০১৩১:১১X৯:২
৩.  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ৩৩১:২৪২:৯X

সাঁতার

প্রতিযোগী বিভাগ হিট সেমিফাইনাল ফাইনাল
সময় স্থান সময় স্থান সময় স্থান
নলীন মল্লিক ৪০০ মিটার ফ্রীস্টাইল ৫:৫৯.০ অগ্রসর হতে পারেননি[5]
১৫০০ মিটার ফ্রীস্টাইল ২৩:৫২.৪ অগ্রসর হতে পারেননি[6]

তথ্যসূত্র

  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে মারভিন আর্নসট বুনু সাটন
  2. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে রোনাল্ড অ্যালফ্রেড ভারনিউ
  3. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে রোনাল্ড অ্যালফ্রেড ভারনিউ
  4. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফিল্ড হকি
  5. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের 8০০ মিটার ফ্রীস্টাইল
  6. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট, ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১৫০০ মিটার ফ্রীস্টাইল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.