২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত

ভারত ২০১৬ সালের ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনেরিওয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতীয় ক্রীড়াবিদগন ১৯২০ সাল থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিনিধিত্ব করে আসছে, যদিও প্যারিসে অনুষ্ঠিত ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অভিষেক হয়েছিল।

অলিম্পিক গেমসে ভারত

ভারতের জাতীয় পতাকা
আইওসি কোড  IND
এনওসি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটwww.olympic.ind.in (ইংরেজি)
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক রিউ দি জানেইরু
প্রতিযোগী ১৫টি ক্রীড়ায় ১২০ জন
পতাকা বাহক অভিনব বিন্দ্রা[1]
পদক
স্থান: ৬১
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ)
গ্রীষ্মকালীন গেমস
  • ১৮৯৬
  • ১৯০০
  • ১৯০৪
  • ১৯০৮
  • ১৯১২
  • ১৯২০
  • ১৯২৪
  • ১৯২৮
  • ১৯৩২
  • ১৯৩৬
  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৪
  • ১৯৯৮
  • ২০০২
  • ২০০৬
  • ২০১০
  • ২০১৪

পদক বিজয়ী

পদক নাম ক্রীড়া ইভেন্ট তারিখ
 ব্রোঞ্জসাক্ষী মালিককুস্তিমহিলাদের ফ্রিস্টাইল ৫৮ কেজি0২০১৯-০৮-১৭আগস্ট ১৭

প্রতিযোগী

ক্রীড়া পুরুষ মহিলা মোট ইভেন্ট
তীরন্দাজী1343
দৌড়বাজী19173621
ব্যাডমিন্টন3474
মুষ্টিযুদ্ধ3033
ফিল্ড হকি1616322
গলফ2132
জিমন্যাস্টিকস0111
জুডো1011
নৌকা বাইচ1011
শ্যুটিং931211
সাঁতার1122
টেবিল টেনিস2242
টেনিস2243
ভারোত্তোলন1122
কুস্তি5387
সর্বমোট65 54119 66

তীরন্দাজী 

তিনজন মহিলা ও একজন পুরুষ ভারতীয় তীরন্দাজ ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা ডেনমার্কের কোপেনহেগেন অনুষ্ঠিত ২০১৫ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক এবং মহিলাদের দলীয় রিকার্ভ ইভেন্টে শীর্ষ আট এ থাকায় এ যোগ্যতা অর্জন করে।[2][3][4]

খেলোয়াড় ইভেন্ট ক্রমনির্ণায়ক রাউন্ড ৬৪ জনের পর্ব ৩২ জনের পর্ব ১৬ জনের পর্ব কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল / বপম
স্কোর বাছাই প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
অবস্থান
অতনু দাস পুরুষদের একক ৫ আগস্ট
বোম্বাইলা দেবী লাইশ্রাম মহিলাদের একক ৫ আগস্ট
দীপিকা কুমারী ৫ আগস্ট
লক্ষ্মীরানী মাঝি ৫ আগস্ট
দীপিকা কুমারী
বোম্বাইলা দেবী লাইশ্রাম
লক্ষ্মীরানী মাঝি
মহিলাদের দলীয় ৭ আগস্ট প্রযোজ্য নয়

দৌড়বাজী 

দৌড়বাজীতে ভারতের ২০ জন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে, প্রত্যেক ইভেন্টে সর্ব্বোচ ৩জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।[5][6]

সূত্র
  • Note–ট্র্যাক বিভাগের ক্রম প্রতিযোগীর নিজস্ব হিটের ক্ষেত্রে প্রযোজ্য
  • Q = পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জনকারী
  • q = পরাজিতদের মধ্যে দ্রুততম হিসাবে পরের রাউন্ডের যোগ্যতেঅর্জনকারী বা, ফিল্ড বিভাগে, যোগ্যতা অর্জনের লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও ক্রমের ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী
  • NR = জাতীয় রেকর্ড
  • SB = সেশনের সেরা
  • N/A = এই বিভাগের জন্য এই রাউন্ড প্রযোজ্য নয়
  • Bye = এই রাউন্ডে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি

পুরুষ
ট্রাক অ্যান্ড রোড ইভেন্ট
খেলোয়াড় ইভেন্ট হিট সেমিফাইনাল ফাইনাল
ফলাফল স্থান ফলাফল স্থান ফলাফল স্থান
ধরমবীর সিং ২০০ মিটার ১৬ আগস্ট
মোহাম্মদ আনাস ৪০০ মিটার ১২ আগস্ট
জিনসন জনসন ৮০০ মিটার ১২ আগস্ট
মোহাম্মদ আনাস
Ayyasamy Dharun
মোহন কুমার
সুমিত কুমার
মোহাম্মেদ কুহনি
অরোকি রাজিব
৪ × ৪০০ মিটার রিলে প্রযোজ্য নয়
থোনাকল গোপী ম্যারাথন প্রযোজ্য নয় ২১ আগস্ট
খেতা রাম প্রযোজ্য নয় ২১ আগস্ট
নিতেন্দর সিং রাবত প্রযোজ্য নয় ২১ আগস্ট
মনিশ সিং ২০ কিমি হাঁটা প্রযোজ্য নয় ১২ আগস্ট
গুরমীত সিং প্রযোজ্য নয় ১২ আগস্ট
গণপতি কৃষ্ণ প্রযোজ্য নয় ১২ আগস্ট
স্বন্দীপ কুমার ৫০ কিমি হাঁটা প্রযোজ্য নয় ১৯ আগস্ট
মনিশ সিং প্রযোজ্য নয় ১৯ আগস্ট
ফিল্ড ইভেন্ট
খেলোয়াড় ইভেন্ট বাছাইপর্ব ফাইনাল
দুরত্ব অবস্থান দুরত্ব অবস্থান
অঙ্কিত শর্মা লং জাম্প ১২ আগস্ট
রেঞ্জিথ মহেশ্বরী ট্রিপল জাম্প ১৫ আগস্ট
ইন্দ্রজিৎ সিং শট পাট ১৮ আগস্ট
বিকাশ গৌর ডিসকাস থ্রো ১২ আগস্ট
মহিলা
ট্রাক অ্যান্ড রোড ইভেন্ট
খেলোয়াড় ইভেন্ট হিট কোয়াটার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
ফলাফল স্থান ফলাফল স্থান ফলাফল স্থান ফলাফল স্থান
দুতী চন্দ ১০০ মিটার Bye
শ্রাবনী নন্দা ২০০ মিটার প্রযোজ্য নয়
নির্মলা শিওরান ৪০০ মিটার প্রযোজ্য নয়
টিন্টু লুক্কা ৮০০ মিটার প্রযোজ্য নয়
ললিতা বাবর ৩০০০ মিটার স্টিপলচেজ প্রযোজ্য নয়
সুধা সিং প্রযোজ্য নয়
অশ্বিনী আক্কুঞ্জি
দেবশ্রী মজুমদার
জিসনা ম্যাথিউ
এম.আর. পুভম্ম
নির্মলা শেওরান
অনিলদা থমাস
৪ × ৪০০ মিটার রিলে প্রযোজ্য নয়
ও পি জ্যাইসা ম্যারাথন প্রযোজ্য নয়
কবিতা রাউত প্রযোজ্য নয়
খুশবীর কাউর ২০ কিমি হাঁটা প্রযোজ্য নয়
স্বপ্না পুনিয়া প্রযোজ্য নয়
ফিল্ড ইভেন্ট
খেলোয়াড় ইভেন্ট বাছাই ফাইনাল
দুরত্ব অবস্থান দুরত্ব অবস্থান
মনপ্রীত কউর শট পাট
সীমা আঁতিল ডিসকাস থ্রো

ব্যাডমিন্টন

৫ মে ২০১৬ সালের বিডব্লিউএফ বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী ভারতের ৭জন ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করে।[7]

পুরুষ
খেলোয়াড় ইভেন্ট গ্রুপ পর্ব এলিমিনেশন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল / BM
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
স্থান প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
স্থান
শ্রীকান্ত কিদম্বী একক  হার্সকেইনেন (SWE)
 মুন্জ (MEX)
প্রযোজ্য নয়
মনু আত্তরি
সুমিথ রেড্ডি
দ্বৈত  আহসান /
সেটিওয়ান (INA)
 চাই বিয়াও /
হং ওয়েই (CHN)
 এন্ডু /
হায়াকাওয়া (JPN)
প্রযোজ্য নয়
মহিলা
খেলোয়াড় ইভেন্ট গ্রুপ পর্ব এলিমিনেশন কোয়াটার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল / BM
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
স্থান প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
স্থান
সাইনা নেহওয়াল একক  উলিতিনা (UKR)
 ভিসেন্টে (BRA)
প্রযোজ্য নয়
পুসরলা সিন্ধু  লি (CAN)
 সারোসি (HUN)
প্রযোজ্য নয় Q তাই টি ওয়াই ওয়াং ওয়াই ওকুহারা মারিন
জওয়ালা গুত্তা
অশ্বিনী পুন্নপ্পা
দ্বৈত  মাতসুতোমো /
তাকাহাশি (JPN)
 মাসকেন্স /
পিক (NED)
 সুপাজিরাকুল /
তারেত্তানচাই (THA)
প্রযোজ্য নয়

বক্সিং

রিও অলিম্পিকে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার জন্য ভারতের তিনজন মুষ্টিযোদ্ধা যোগ্যতা অর্জন করেছে। প্রথম জন ২০১৬ এশিয়া ও ওশেনিয়া বাছাইপর্ব হতে নির্বাচিত হয়েছে এবং ২য় ও ৩য় জন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ২০১৬ এআইবিএ ওয়ার্ল্ড অলিম্পিক যোগ্যতা নির্ধারণ প্রতিযোগিতা থেকে নির্বাচিত হয়েছে।[8][9]

পুরুষ
খেলোয়াড় ইভেন্ট ৩২ জনের স্তর ১৬ জনের স্তর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
অবস্থান
শিব থাপা Bantamweight
মনোজ কুমার Light welterweight
বিকাশ কৃষ্ণ যাদব Middleweight

ফিল্ড হকি

পুরুষদের প্রতিযোগিতা

ভারতের পুরুষ ফিল্ড হকি দল দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে অনুষ্ঠিত ২০১৪ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতায় অলিম্পিকে জন্য যোগ্যতা অর্জন করে।

মহিলাদের প্রতিযোগিতা

ভারতের মহিলা ফিল্ড হকি দল ২০১৪ - ১৫ এফআইএইচ মহিলা হকি বিশ্ব লীগ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পঞ্চম স্থানে থাকায় অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জন করে। ভারতের নারীরা ৩৬ বছর পর পুনরায় অলিম্পিক হকিতে খেলার সুযোগ পায়।

গলফ

জিমন্যাস্টিকস 

জুডো

নৌকা বাইচ

শ্যুটিং 

সাঁতার

টেবিল টেনিস

টেনিস

ভারোত্তোলন

রিও অলিম্পিক গেমসে ভারতের একজন পুরুষ ও একজন মহিলা ভারোত্তোলক যোগ্যতা অর্জন করেছে। ২০১৬ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ শেষে শীর্ষ সাত (পুরুষ ) ও শীর্ষ ছয় (মহিলা ) এ থাকায় তারা সুযোগ পায়।[10][11]

খেলোয়াড় ইভেন্ট তারিখ Snatch Clean & Jerk মোট স্থান
ফলাফল স্থান ফলাফল স্থান
সতিষ সিভালিঙ্গম পুরুষদের−৭৭ কেজি ১০ আগস্ট
সাইখোম মিরাবাই চানু মহিলাদের −৪৮ কেজি ৬ আগস্ট

কুস্তি

Controversy

আরও দেখুন 

তথ্যসূত্র 

  1. "Abhinav Bindra chosen as India's flagbearer at Rio 2016 Olympics"The Indian Express। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬
  2. "Archery: Women's recurve team seals qualification for Rio 2016, enters final of World Championships"Firstpost। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৫
  3. "Rio 2016 team quota places awarded in Copenhagen"World Archery Federation। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৫
  4. "India adds Atanu Das to Rio squad"World Archery Federation। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬
  5. "iaaf.org – Top Lists"। IAAF। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  6. "IAAF Games of the XXX Olympiad – Rio 2016 Entry Standards" (PDF)IAAF। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  7. Sukumar, Dev (৫ মে ২০১৬)। "Provisional List of Olympic Qualifiers Published"। Badminton World Federation। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৬
  8. "Golden day for Uzbekistan as boxers win four golds in China while Kyrgyzstan claims its first Rio 2016 qualification spot"AIBA। ২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬
  9. "World Olympic Qualifier Quarter-Finals see Haiti, Iraq, Tajikistan and Turkmenistan among 23 nations to confirm quota places at Rio 2016"AIBA। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৬
  10. "Continental Qualification current standing"। International Weightlifting Federation। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬
  11. "Rio 2016 Weightlifting – List of Athletes by Bodyweight Category" (pdf)। International Weightlifting Federation। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.