২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে বাংলাদেশ পূর্ব ঘোষিত ক্রীড়াসূচী মোতাবেক ৫ - ২১ আগস্ট, ২০১৬ তারিখে ব্রাজিলের রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ৫টি বিভাগে ৭ জন ক্রীড়াবিদ প্রেরণ করে। এটি হল গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশের নবম অংশগ্রহণ।
অলিম্পিক গেমসে বাংলাদেশ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক রিউ দি জানেইরু | ||||||||||||
প্রতিযোগী | ৫টি ক্রীড়ায় ৭ জন | |||||||||||
পতাকা বাহক | সিদ্দিকুর রহমান | |||||||||||
পদক | স্বর্ণ ০ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ০ |
মোট ০ |
||||||||
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||

২০১৬ রিও গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন গলফার সিদ্দিকুর রহমান।[1]
তীরন্দাজী
ট্রাইপার্টাইট কমিশনের আমন্ত্রণে বাংলাদেশের একজন নারী তীরন্দাজ অলিম্পিক গেমসে অংশগ্রহণের সুযোগ পায়।[2]
খেলোয়াড় | ইভেন্ট | র্যাঙ্কিং রাউন্ড | ৬৪ জনের স্তর | ৩২ জনের স্তর | ১৬ জনের স্তর | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / বপম | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | ফল | প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
স্থান | ||
শ্যামলী রায় | মহিলাদের ব্যক্তিগত | ৬০০ | ৫৩ | ![]() হা ০–৬ |
অগ্রসর হতে পারেননি |
দৌড়বাজী
গলফ
বাংলাদেশের একজন গলফার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। ১১ জুলাই ২০১৬, আইজিএফ বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী সিদ্দিকুর রহমান শীর্ষ ৬০ খেলোয়াড়ের সাথে সরাসরি প্রবেশ করে।[3] সিদ্দিকুর রহমান অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ, যিনি ওয়াইল্ড কার্ড, ট্রাইপার্টাইট কমিশন বা সার্বজনীন আমন্ত্রণ নয় বরং যোগ্যতার ভিত্তিতে সরাসরি নির্বাচিত হয়েছেন।[4]
খেলোয়াড় | ইভেন্ট | রাউন্ড ১ | রাউন্ড ২ | রাউন্ড ৩ | রাউন্ড ৪ | মোট | ||
---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | স্কোর | স্কোর | স্কোর | স্কোর | Par | স্থান | ||
সিদ্দিকুর রহমান | পুরুষদের ব্যক্তিগত |
শ্যুটিং
বাংলাদেশের একজন শ্যুটার ট্রাইপার্টাইট কমিশনে আমন্ত্রণে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।[5]
খেলোয়াড় | ইভেন্ট | বাছাইপর্ব | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
পয়েন্ট | স্থান | পয়েন্ট | স্থান | ||
আব্দুল্লাহ হেল বাকী | ১০ মিটার এয়ার রাইফেল |
Qualification Legend: Q = Qualify for the next round; q = Qualify for the bronze medal (shotgun)
সাঁতার
বাংলাদেশ ফিনা থেকে সার্বজনীন আমন্ত্রণ পেয়ে দুইজন সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করে।[6][7]
খেলোয়াড় | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | স্থান | সময় | স্থান | সময় | স্থান | ||
মাহফিজুর রহমান সাগর | পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল | ২৩.৯২ | ৫৪ | অগ্রসর হতে পারেননি | |||
সোনিয়া আক্তার | মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল | ২৯.৯৯ | ৬৯ | অগ্রসর হতে পারেননি |
তথ্যসূত্র
- "গলফার সিদ্দিকুরের হাতে বাংলাদেশের পতাকা"। এনটিভি অনলাইন।
- "Shamoli gets wildcard entry" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ: The Daily Star। ২৩ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬।
- "Olympic Rankings – Men" (ইংরেজি ভাষায়)। International Golf Federation। ১১ জুলাই ২০১৬।
- "গলফার সিদ্দিকুর সরাসরি অলিম্পিক গেমসে খেলবেন"। দৈনিক ইত্তেফাক। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬।
- "Baki Olympics-bound, others uncertain" (ইংরেজি ভাষায়)। Bangladesh: New Age। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬।
- "Swimming World Rankings" (ইংরেজি ভাষায়)। FINA। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫।
- "Rio 2016 – FINA Swimming Qualification System" (PDF)। Rio 2016 (ইংরেজি ভাষায়)। FINA। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।