১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে আফগানিস্তান

আফগানিস্তান বর্লিনে প্রথমবার ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে গ্রীষ্মকালীন অলিম্পিকে তাদের যাত্রা শুরু করে। তারা সর্বমোট ১৯ জন প্রতিযোগীকে পাঠায় এবং তাদের মধ্যে ১৩ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।[1]

অলিম্পিক গেমসে আফগানিস্তান

আফগানিস্তানের জাতীয় পতাকা
আইওসি কোড  AFG
এনওসি আফগানিস্তান জাতীয় অলিম্পিক কমিটি
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯৩৬
  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬

অ্যাথলেটিক্স

পুরুষ
ট্র্যাক অ্যান্ড রোড ইভেন্টসমূহ
ক্রীড়াবিদ ইভেন্ট হিট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
ফলাফল স্থান ফলাফল স্থান ফলাফল স্থান ফলাফল স্থান
মোহাম্মদ খান ১০০ মিটার উত্তীর্ণ হননি
ফিল্ড ইভেন্টসমূহ
ক্রীড়াবিদ ইভেন্ট কোয়ালিফিকেশন ফাইনাল
দূরত্ব অবস্থান দূরত্ব অবস্থান
মোহাম্মাদ খান উচ্চ লাফ উত্তীর্ণ হননি
আব্দুল রহিম শট পুট উত্তীর্ণ হননি
  • মোহাম্মাদ খান ফাইনালে পৌঁছাননি; উত্তীর্ণ হওয়ার জন্য ৭.১৫ মিটার দূরত্বে ব্যর্থ হন।[2]
  • আব্দুল রহিম ফাইনালে পৌঁছাতে পারেননি; উত্তীর্ণ হওয়ার জন্য ১৪.৫০ মিটার দূরত্বে ব্যর্থ হন।[2]

প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকে জানা যায় এই দুইজন ক্রীড়াবিদের একজন ফিল্ড হকি দলের সদস্য ছিলেন, যদিও কে ছিলেন তা পরিষ্কার নয়।

তথ্যসূত্র

  1. "List of competitors" (PDF)। la84.org। ১৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩
  2. "1936 results"। library.la84.org। ২৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.