১৯২৯ লা লিগা

১৯২৯ প্রিমেরা দিভিসিওন মৌসুমটি ১৯২৯ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে শুরু হয় এবং একই বছরের ২৩শে জুন তারিখে সমাপ্ত হয়। এই মৌসুমে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছিল।

প্রিমেরা দিভিসিওন
মৌসুম১৯২৯
চ্যাম্পিয়নবার্সেলোনা (১ম শিরোপা)
মোট খেলা৯০
মোট গোলসংখ্যা৩৮৩ (ম্যাচ প্রতি ৪.২৬টি)
শীর্ষ গোলদাতাপাকো বিয়েনজোবাস
(১৭ গোল)
সবচেয়ে বড় হোম জয়অ্যাথলেতিক বিলবাও ৯–০ ইউরোপা
সবচেয়ে বড় এওয়ে জয়রেসিং সান্তান্দের ০–৪ অ্যাথলেতিক বিলবাও
দীর্ঘতম টানা জয়৬ ম্যাচ
আরেনাস
বার্সেলোনা
দীর্ঘতম টানা অপরাজিত১১ ম্যাচ
বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়বিহীন৭ ম্যাচ
রেসিং সান্তান্দের
দীর্ঘতম টানা পরাজয়৭ ম্যাচ
রেসিং সান্তান্দের
১৯২৯–৩০

১৯২৮ সালে জাতীয় লীগ তৈরির ব্যর্থতার পর, দলগুলো দুটি অসম্পূর্ণ লীগে বিভক্ত হয়ে যায়; অবশেষে সকল ক্লাব একত্রে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে মিলে এই লীগ তৈরিতে সম্মতি প্রকাশ করে।

বার্সেলোনা লীগের সর্বশেষ পর্বে রিয়াল ইউনিয়নকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে। কাতালানরা এর মাধ্যমে লা লিগার প্রথম শিরোপাটি ঘরে তুলতে সক্ষম হয়।

দল

মাদ্রিদ
বার্সেলোনা
আরেনাস
রিয়াল ইউনিয়ন
রেসিং সান্তান্দের
১৯২৯ লা লিগার দলের অবস্থান
বার্সেলোনার দল: বার্সেলোনা, এস্পানিওল, ইউরোপা
মাদ্রিদের দল: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ
ক্লাব শহর স্টেডিয়াম
আরেনাসগেতজোইবাইওন্দো
অ্যাথলেতিক বিলবাওবিলবাওসান মামেস
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদমেত্রোপলিতানো
বার্সেলোনাবার্সেলোনালেস কোর্তস
এস্পানিওলবার্সেলোনাসারিয়া
ইউরোপাবার্সেলোনাএল গিনার্দো
রেসিং সান্তান্দেরসান্তান্দেরএল সারদিনেরো
রিয়াল মাদ্রিদমাদ্রিদচামার্তিন
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্তিয়ানআতোচা
রিয়াল ইউনিয়নইরুনগাল

লীগ টেবিল

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট অবনমন
বার্সেলোনা (C) ১৮ ১১ ৩৭ ২৩ +১৪ ২৫
রিয়াল মাদ্রিদ ১৮ ১১ ৪০ ২৭ +১৩ ২৩
অ্যাথলেতিক বিলবাও ১৮ ৪৭ ৩৪ +১৩ ২০[lower-alpha 1]
রিয়াল সোসিয়েদাদ ১৮ ৪৬ ৪১ +৫ ২০[lower-alpha 1]
আরেনাস ১৮ ৩৩ ৪৩ ১০ ১৯
আতলেতিকো মাদ্রিদ ১৮ ৪৩ ৪১ +২ ১৮[lower-alpha 2]
এস্পানিওল ১৮ ৩২ ৩৮ ১৮[lower-alpha 2]
ইউরোপা ১৮ ৪৫ ৪৯ ১৬
রিয়াল ইউনিয়ন ১৮ ১১ ৪০ ৪২ ১২
১০ রেসিং সান্তান্দের (O) ১৮ ১২ ২৫ ৫০ ২৫ অবনমন প্লে-অফের জন্য উত্তীর্ণ
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (O) প্লে-অফ বিজয়ী।
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্টের মাধ্যমে অ্যাথলেতিক বিলবাও রিয়াল সোসিয়েদাদের ওপরে লীগ শেষ করেছে: অ্যাথলেতিক বিলবাও–রিয়াল সোসিয়েদাদ ৪–২, রিয়াল সোসিয়েদাদ–অ্যাথলেতিক বিলবাও ১–১।
  2. হেড-টু-হেড গোল পার্থক্যের মাধ্যমে অ্যাথলেতিক মাদ্রিদ এস্পানিওলের ওপরে লীগ শেষ করেছে: অ্যাথলেতিক মাদ্রিদ–এস্পানিওল ৭–১, এস্পানিওল–অ্যাথলেতিক মাদ্রিদ ৩–২।

ফলাফল

স্বাগতিক \ অতিথি ARE (ARE) ATH (ATH) ATM (ATM) BAR (BAR) ESP (ESP) EUR (EUR) RAC (RAC) RMA (RMA) RSO (RSO) RUN (RUN)
আরেনাস (ARE) ১–০ ২–৩ ০–২ ৩–০ ২–২ ২–১ ৩–২ ৩–০ ১–১
অ্যাথলেতিক বিলবাও (ATH) ২–৩ ৩–৩ ৫–১ ৯–০ ২–০ ০–০ ২–০ ৪–২ ২–১
আতলেতিকো মাদ্রিদ (ATM) ১–২ ২–৩ ৪–১ ৭–১ ৫–৪ ৪–০ ০–৩ ০–৩ ৩–১
বার্সেলোনা (BAR) ২–২ ৩–০ ৪–০ ১–০ ৫–২ ৫–১ ১–২ ১–০ ৪–১
এস্পানিওল (ESP) ১–২ ৪–১ ৩–২ ১–১ ৩–১ ৩–০ ৪–০ ১–১ ৩–২
ইউরোপা (EUR) ৫–২ ১–১ ৪–১ ১–১ ০–৩ ৪–১ ৫–২ ৪–৩ ৩–৩
রেসিং সান্তান্দের (RAC) ৫–১ ০–৪ ১–২ ০–২ ১–১ ৩–২ ১–৩ ৬–১ ১–৩
রিয়াল মাদ্রিদ (RMA) ২–০ ৫–১ ২–১ ০–১ ২–০ ৫–০ ২–২ ২–১ ২–০
রিয়াল সোসিয়েদাদ (RSO) ৩–২ ১–১ ৩–৩ ৩–০ ১–১ ৫–৪ ৮–১ ৫–৪ ৩–২
রিয়াল ইউনিয়ন (RUN) ৭–১ ৬–৩ ১–২ ১–২ ৪–৩ ২–৩ ৩–১ ০–২ ২–৩
উৎস: বিডিফুটবল
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

আরও দেখুন

  • ১৯২৯ কোপা দেল রে

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.