সাঈদ ইবনে যায়িদ

সাইদ ইবনে জায়িদ (Arabic: سعيد بن زيد) (আবুল আওয়ার নামেও পরিচিত) ছিলেন খলিফা উমর(রা.) এর ভগ্নিপতি অর্থাৎ উমর(রা.) এর বোন ফাতিমা বিনতে খাত্তাব এর স্বামী| তিনি ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলামগ্রহণকারী সাহাবীদের মাঝে একজন[1]। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি ছিলেন হানিফ অর্থাৎ তৎকালীন পৌত্তলিকতা থেকে বিরত থাকা একেশ্বরবাদী যারা ইবরাহিম(আ.) এর ধর্মপদ্ধতি ঐতিহ্যগতভাবে তখনো সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ধরে রেখেছিল এবং তার পূর্বসূরিও হানিফ ছিল। তিনি ৬৭৩ খ্রিষ্টাব্দে প্রথম মুয়াবিয়ার শাসনামলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন।[2]

সাইদ ইবনে জায়িদ
আবু-আল-আওয়ার, আশারায়ে মুবাশশারা, সাহাবী
জন্মআ. ৫৯৩-৫৯৪ খ্রিষ্টাব্দ
মক্কা
মৃত্যুআ. ৬৭৩ খ্রিষ্টাব্দ (বয়স ৮০)
সম্মানিতইসলাম
যার দ্বারা প্রভাবিত হয়েছেনমুহাম্মাদ (সা.)

তথ্যসূত্র

  1. see Sai'd ibn Zaid in Dictionary of Islam by T.P. Hughes, 1885/1999, New Delhi, page 555.
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.