আব্বাদ ইবনে বিশর

আব্বাদ ইবনে বিশর (Arabic: عباد بن بشر) (খিস্ট্রিয় ৬০৬-৬৩২) ছিলেন ইসলামী নবী হযরত মুহাম্মদ (সঃ) এর একজন সাহাবা। ইবাদত সাধনায় তাঁর একাগ্রতা, জ্ঞান এবং যুদ্ধক্ষেত্রে অসীম সাহসীকতার বেশ পরিচিত ছিলেন।

জীবনী

৬২৫ খিস্ট্রাব্দে (হিজরত এর ৪ বছর পর) মুহাম্মদ খবর পেলেন নজদীরা মদীনা আক্রমণ করার পরিকল্পনা করছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি আব্বাদ ইবনে বিশরসহ মোট ৪০০ জনের একটি বাহিনীকে সুসজ্জিত করলেন। নজদে পৌঁছলে তারা দেখেন, নজদ গোত্রের মানুষেরা পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.