আবু হুরাইরাহ

আবু হুরাইরাহ বা আবু হুরায়রা (ইসলামী পরিভাষায় : হযরত আবু হুরাইরাহ রদিয়াল্লহু আ’নহু (আরবি : أبىْ هريْرة رضى الله عنْه) ইসলামের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একজন সাহাবা ও সেবক যাঁর প্রকৃত নাম আবদুর-রহমান ইবনে সাখর অথবা উমায়র ইবনে আমির[1] তিনি আসহাবুস সুফফার একজন সদস্য ছিলেন। তিনি তিন বছর নবী মুহাম্মদ(সা.) এর সান্নিধ্যে ছিলেন এবং বহুসংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন। হিসাব অনুযায়ী, ৫,৩৭৫ টি হাদিস তার কাছ থেকে লিপিবদ্ধ হয়েছে। বলা হত যে, উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। তার কাছ থেকে আটশত তাবেঈ হাদিস শিক্ষা লাভ করেছিলেন।

প্রাথমিক জীবন

আবু হুরায়রা (রা.) ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি ৫৯৯ সালে জন্ম গ্রহণ করেন। ৬৭৬ সালে মৃত্যুবরণ করেন।

ইসলাম গ্রহণ

আবূ হুরাইরা সপ্তম হিজরিতে আওস গোত্রে তুফাইল বিন আমরের হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি খয়বার বিজয়ের সময় ৭ম হিজরির মুহাররম মাসে মদিনায় হিজরত করেন।

মদীনাহ ও মক্কা

মৃত্যুবরণ

মদীনার অদূরে 'কাসবা' নামক স্থানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের সন নিয়ে অনেক মতভেদ আছে। যেমন- ৫৭, ৫৮ ও ৫৯ হিযরী। মৃত্যুবরণের সময় তাঁর বয়স ছিল ৭৮ বছর।

তথ্যসূত্র

  1. El-Esabah Fi Tamyyz El Sahabah. P.7 p. 436.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.