ফাইরুজ আল দাইলামি

ফাইরুজ আল দাইলামি (আরবি: فيروز الديلمي) ছিলেন মুহাম্মদ (সা) এর পারস্য বংশোদ্ভূত সাহাবী। তিনি খসরু আনুশিরওয়ান কর্তৃক ইয়েমেনে প্রেরিত পারসিয়ানদের বংশধর ছিলেন। তারা এই অঞ্চল জয় করে আবিসিনিয়দের হটিয়ে দেয়।

ইয়েমেনে নবী দাবি করা ব্যক্তি আসওয়াদ আনসিকে হত্যা করার জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। তিনি খলিফা উসমানের সময় মৃত্যুবরণ করেন।[1]

তথ্যসূত্র

  1. Tabari, The History of al-Tabari, Vol. 39: Biographies of the Prophet's Companions

বহিঃসংযোগ

  • Biography from USC-MSA Compendium of Muslim Texts.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.